সিলেটের সুনাম গঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি

 


সিলেটের সুনাম গঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি 


সিলেটের সুনাম গঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চারিদিকে পানির জোয়ার । মানুষজন কে বসতবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। যারা পানিতে আটকা পড়েছে তাদের উদ্ধার কাজ চলমান রয়েছে । যাদের জরুরি সেবা প্রয়োজন তারা ৯৯৯ এ কল দিয়ে সাহায্য নিতে পারবেন। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা।


সুনামগঞ্জ ইতিমধ্যে বিচ্ছিন্ন। সুনামগঞ্জ ও ছাতকের পাওয়ার গ্রিড বন্ধ করা হয়েছে। ওখানকার মানুষের জীবনের কী অবস্থা তা সুনামগঞ্জের মানুষ ছাড়া কেউ বলতে পারবে না। 


আরও পড়ুন...

পড়ালেখার পাশাপাশি অনলাইনে টাকা আয়ের উপায়


সর্বশেষ সিলেট কুমারগাও পাওয়ার গ্রিড। এটি রক্ষা করা বা চালু রাখা না গেলে, পুরো সিলেট কলাপ্স করবে। 


গ্যাস স্টেশন, মোবাইল নেটওয়ার্ক, হাসপাতাল, জরুরি সেবা সবই হুমকির সম্মুখীন। এ বন্যা সিলেটের ইতিহাসে বিরল।


 সিলেটের সীমান্তবর্তি এলাকা কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর এর মানুষের ঘর বাড়ি, ফসলি জমি, দোকান পাট, গবাদিপশু সব ডুবে গেছে বা কারও কারও ভেসে চলে গেছে।


দেশের সকল মানুষকে সিলেট বাসীর জন্য প্রার্থনা করার আহ্বান করা হলো।

Md. Bisshas Prodhan

Hello! My name is Md. Bisshas Prodhan. I am a student and sometimes I was writing blog. My site newsroms24.blogspot.com . If you want a professional content writer please contact me.

إرسال تعليق

أحدث أقدم

ad