রেইনকোট গল্পের mcq প্রশ্নোত্তর #বাংলা প্রথম পত্র || Raincoat golpo mcq

 


রেইনকোট গল্পের mcq প্রশ্নোত্তর #বাংলা প্রথম পত্র || Raincoat golpo mcq



#রেইনকোট গল্পের mcq প্রশ্নোত্তর বাংলা প্রথম পত্র। HSC বাংলা প্রথম পত্র রেইনকোট গল্পের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর। আশাকরছি সবার কাজে লাগবে।



রেইনকোট গল্পের mcq প্রশ্নোত্তর বাংলা প্রথম পত্র।



০১. আখতারুজ্জামান ইলিয়াস কোন তারিখে জন্মগ্রহণ করেন?

ক. ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ ফেব্রুয়ারি

খ. ১৯৫০ খ্রিষ্টাব্দের ১০ মে

গ. ১৯৫২ খ্রিষ্টাব্দের ১৭ মে

ঘ. ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১৪ এপ্রিল


০২. আখতারুজ্জামান ইলিয়াস কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

ক. মরিচা গ্রামে

খ. চুরুলিয়া গ্রামে

গ. গোটিয়া গ্রামে

ঘ. শংকরপাশা গ্রামে


০৩. আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন?

ক. হাসপাতালে

খ. দাদার বাড়িতে

গ. অনাথ আশ্রমে

ঘ. মামার বাড়িতে


০৪. আখতারুজ্জামান ইলিয়াস মূলত কী ছিলেন?

ক. প্রাবন্ধিক

খ. কথাসাহিত্যিক

গ. সাংবাদিক

ঘ. ঔপন্যাসিক


রেইনকোট গল্পের mcq


৫. আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্প গ্রন্থ কোনটি?

ক. সভ্যতার সংকট

খ. সংস্কৃতি কথা

গ. সংস্কৃতির ভাঙা সেতু

ঘ. খোয়ারি


০৬. আখতারুজ্জামান রচিত গল্পগ্রন্থের সংখ্যা কয়টি?

ক. ৩ টি

খ. ৫ টি

গ. ৭ টি

ঘ. ৯ টি


০৭. ‘দোজখের ওম’ আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা?

ক. উপন্যাস

খ. প্রবন্ধ

গ. গল্পগ্রন্থ

ঘ. নাটক


৮. নুরুল হুদার বেঁটেখাটো শরীরটাকে মিলিটারিরা কী করে?


ক. পিটিয়ে লম্বা করে

খ. গরম পানিতে ডোবায়

গ. ছাঁদে লাগানো আংটার সাথে ঝুলিয়ে দেয়

ঘ. ফাঁসি দেয়


৯. সপাৎ সপাৎ চাবুকের বাড়িকে নুরুল হুদার কেমন মনে হচ্ছে?

ক. যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর

খ. যেন টিনের চালে বৃষ্টির শব্দ

গ. নূপুরের নিক্বণ

ঘ. মিসক্রিয়ান্টদের মিছিল ও গোলাবারুদ



১০. নিচের কোনটি উপন্যাস?

ক. চিলেকোঠার সেপাই

খ. অন্য ঘরে অন্য স্বর

গ. খোঁয়ারি

ঘ. দোজখের ওম


১১. আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন?

ক. নাসিরউদ্দীন স্বর্ণপদক

খ. একুশে পদক

গ. বাংলা একাডেমি

ঘ. মুক্তধারা পুরস্কার


 

রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন (রেইনকোট PDF Download)


১২. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে ‘বাংলা একাডেমি’ পুরস্কার লাভ করেন?

ক. ১৯৮৯ সালে

খ. ১৯৮২ সালে

গ. ১৯৭১ সালে

ঘ. ১৯৭৭ সালে

 

১৩. আখতারুজ্জামান ইলিয়াস কোন তারিখে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৭৭ সালের ৪ জানুয়ারি

খ. ১৯৯৬ সালের ১০ জানুয়ারি

গ. ১৯৯৭ সালের ৪ জানুয়ারি

ঘ. ২০০০ সালের ১১ অক্টোবার


১৪. ‘দোয়া মনে হলো ঠিকই কিন্তু__ মাথায় দিতে ভুলে গেল।’ শূন্যস্থানে উপযুক্ত কোন শব্দটি বসবে?

ক. মাথাল

খ. টুপিটা

গ. হেলমেট

ঘ. পরচুলা


১৫. পিওন ঘরে ঢুকলে নুরুল হুদার কী করতে ইচ্ছে করে?

ক. জড়িয়ে ধরে দু’গালে চড় মারতে

খ. জড়িয়ে ধরে কোলাকুলি করতে

গ. জড়িয়ে ধরে চুমু খেতে

ঘ. মিলিটারি ক্যাম্পে কাটিয়ে দিতে


রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


১৬. প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে?

ক. কলেজের পুকুর পাড়ের উত্তর দিকে

খ. কলেজের বাগানের দক্ষিণ পাশে

গ. মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে

ঘ. কলেজের ক্লাবের দেয়াল ঘেঁষে দক্ষিণ দিকে



১৭. কার জবানিতে “রেইনকোট” গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?


ক. আবদুস সাত্তার মৃধা খ) ড. আফাজ আহমদ

গ. আখতারুজ্জামান ইলিয়াস ঘ. নুরুল হুদা


১৮.  নুরুল হুদাকে পাাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণ?


ক. কমান্ডারের নির্দেশে  ছ. প্রিন্সিপালের অভিযোগ

গ. মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে ঘ. তাকে মুক্তিযোদ্ধা সন্দেহে


 অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

মুক্তিফৌজ! কথাটা এত ভারী যে এই রকম অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরে বসে মুক্তিফৌজ শব্দটা শুনলেও কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। আবার ওই অবিশ্বাসের ভেতর থেকে একটা আশা, একটা ভরসার ভাব ধীরে ধীরে মনের কোণে জেগে উঠতে থাকে।


রেইনকোট গল্পের mcq প্রশ্নোত্তর


১৯. অনুচ্ছেদে ‘রেইনকোট’ গল্পের কোন ভাবের প্রতিফলন ঘটেছে?

ক. পাক হানাদার বাহিনীর নৃশংসতা

খ. মুক্তিযোদ্ধাদের অদম্য শক্তি-সাহস

গ. মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর আস্থা

ঝ. যুদ্ধকালীন অবরুদ্ধ মানুষের উৎকণ্ঠা


২০. উক্ত ভাবটি যে বাক্যে প্রকাশ পেয়েছে তা হলো?


ক. মিসক্রিয়ান লোগ ইলেকটিরি টেরানসফার্মার তোর দিয়া

খ. একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে পাঁচটা খানসেনা খতম

গ. নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না

ঘ. বউয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়।




রেইনকোট গল্পের mcq উত্তর: ১)ক,২)গ,৩)ঘ,৪)খ,৫)ঘ,৬)খ,৭)গ,৮)গ,৯)ক,১০)ক,১১)গ,১২)১৩)গ,১৪)খ,১৫)গ,১৬)গ,১৭)ঘ,১৮)গ,১৯)গ,২০)ক।


রেইনকোট গল্পের mcq রেইনকোট গল্পের mcq রেইনকোট গল্পের mcq রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক রেইনকোট গল্পের mcq রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক রেইনকোট গল্পের mcq রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক রেইনকোট গল্পের mcq রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক রেইনকোট গল্পের mcq রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক রেইনকোট গল্পের mcq রেইনকোট গল্পের mcq রেইনকোট গল্প mcq রেইনকোট গল্প mcq raincoat golper mcq raincoat golpo mcq.



Copyright ©️ All Social Education

Md. Bisshas Prodhan

Hello! My name is Md. Bisshas Prodhan. I am a student and sometimes I was writing blog. My site newsroms24.blogspot.com . If you want a professional content writer please contact me.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ad