রক্তের গ্রুপ নির্ণয় পদ্ধতি শিখুন সহজ নিয়মে || rokter group nirnoy poddhotti

 



কিভাবে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়?


রক্তের গ্রুপ নির্ণয় কার্ড, রক্তের গ্রুপ নির্ণয় ছবি, রক্তের গ্রুপ নির্ণয় করতে কত টাকা লাগে, রক্তের গ্রুপ নির্ণয়ের প্রয়োজনীয়তা, কিভাবে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়?, রক্তের গ্রুপ নির্ণয় পদ্ধতি, দামি রক্তের গ্রুপ, রক্তের গ্রুপ কয়টি?, রক্তের গ্রুপের নাম, রক্তের গ্রুপ কি পরিবর্তন হয়।




রক্তের গ্রুপ নির্বাচন শিখুন যারা ইচ্ছুক 

তাদের জন্য এই পোস্ট । লোহিত রক্তকণিকার অংশে এবিও রক্তগ্রুপ অ্যান্টিজেনের উপস্থিতি দ্বারা রক্তের গ্রুপ (বা রক্তের ধরন) নির্ধারণ করা হয়। আমরা সকলেই জানি রক্তের গ্রুপ চার প্রকার সর্বমোট আট প্রকার।


রক্তের গ্রুপ কত প্রকার?


রক্তের গ্রুপ চার প্রকার। যথা: A,B,AB,এবং O



রক্তের গ্রুপ সর্বমোট কত প্রকার?


রক্তের গ্রুপ সর্বমোট আট প্রকার।


১) A+

২) A-

৩)B+

৪)B-

৫)AB+

৬)AB-

৭)O+

৮)O-



রক্তের গ্রুপ নির্ণয় করতে কত টাকা লাগে


রক্তের গ্রুপ নির্ণয় করতে বেশি টাকার প্রয়োজন পড়ে না। জায়গা ভেদে সর্বোচ্চ ৫০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত নিয়ে থাকে। তবে বিভিন্ন হাসপাতালে এর থেকে বেশী নিতে পারে। দেশের বিভিন্ন স্থানে অনেক সেচ্ছা সেবকরা বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে থাকে আপনি চাইলে সেখান থেকেও রক্তের গ্রুপ নির্ণয় করতে পারবেন।



সবচেয়ে দামী রক্তের গ্রুপ কোনটি?


সবচেয়ে দামী রক্তের গ্রুপ হলো AB- (negative)


সবচেয়ে কমদামী রক্তের গ্রুপ O+ (positive)



ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার


১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এন্টি! 


(১)Anti-A

(2) Anti-B

(৩)Anti-D


২। জিবানু মুক্ত একটা সুচ 

৩।একটা কাচের স্লাইড 

৪।তুলা

৫। জিবানু নাশক 




কিভাবে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় :


প্রথমে যার ব্লাড গ্রুপ নির্বাচন করবেন তার হাতের যে কোনো একটা আঙ্গুল ভালো করে জীবানু মুক্ত করে নিবেন, তার পরে সুঁচ দিয়ে আঙ্গুল এর আগায় হাল্কা খোঁচা দিয় কাচের স্লাইড এ ৩ ফোটা রক্ত নিবেন, ছবিতে দেয়া নির্দেষনা অনুযায়ী দুরত্ব রেখে তার পরে।


প্রথম ফোটায় এন্টি A 

২য় ফোটায় এন্টি B

৩য় ফোটায় এন্টি D দিয়ে ভাল করে সুঁচ এর গোড়া দিয়ে মেসাবেন। খেয়াল রাখবেন রক্ত & এন্টি মেশানোর সময় একটা যেনো অন্য টার সাথে না মিশে।



ব্লাড গ্রুপিং এর নিয়ম:


১। যদি Anti -A ফাটে আর Anti-B না ফাটে তাহলে রক্তের গ্রুপA

২। যদি Anti-A না ফাটে আর Anti -B ফাটে তাহলে রক্তের গ্রুপ B

৩। যদি Anti- A Anti-B দুইটাই ফাটে তাহলে রক্তের গ্রুপ AB

৪। যদি Anti-A ও Anti-B একটা ও না ফাটে তাহলে রক্তের গ্রুপ O

আমরা গ্রুপ নির্বাচন শিখলাম। 



রক্তের গ্রুপের পজিটিভ ও নেগেটিভ নির্ণয়:


 positive আর negative নির্বাচন 


১) Anti-D যদি ফেটে যায় তাহলে রক্ত +(positive) 


২)Anti-D যদি না ফাটে তাহলে রক্ত -(negative)


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ad