দুটি পাখির গল্প পর্ব-১

                                                 


                    দুটি পাখির গল্প পর্ব - ১





এক বনে দুটি পাখি  বাস করত। দুটি পাখি ছিল একই রংগের। দুটির মধ্য গভীর সম্পর্ক ছিল।আমরা যাকে এক কথয় বলি সুমধুর সম্পর্ক ছিল। একটি পাখি অন্য পাখি ছাড়া চলতে পারত না।পাখি দুটি যেখানে যেত একসাতে যেত। একদিন পাখি দুটি গেল তাদের খাবার সংগ্রহ করতে অন্য একটি বনে।সে বনে তারা আগে কখন য়ায় নি।সে বনের পাশে ছিল খোলা একটি মাঠ।সে মাঠে ছিল এক চাষির ধান। তারা যখন ধান সংগ্র করতে লাগল,হঠৎ চাষি দেখে ফেলল।তখণ চাষির মনে েএকটি প্রশ্ন আসল “পাখি গুলাকে  কিভাবে সরিয়ে দেওয়া যায়র ” চাষি উত্তর পেল।একটি জাল  বসিয়ে দিলে আর পাখি গুলা আমার ফসল খাবে না। কারণ জাল দেখলে পাখি গুলা ভয় পেয়ে চলে যাবে।শিকারি আরও মনে মনে বলল পাখি গুলা ভাবিবে তারা এখানে ফসল খেতে লাগলে জালে আটকা পড়ে যাবে। চাষি তাই করল এবং পাখি দুটির হাত থেকে তার ফসল রক্ষা করল।

শিক্ষনিয় কথা:সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন।কৃষক যা করল সবাই তার মত সঠিক সময়ে সিদ্ধান্ত নিবেন।
























একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ad