লালসালু উপন্যাস mcq | লালসালু উপন্যাসের mcq || lalsalu mcq

 


লালসালু উপন্যাস mcq | লালসালু উপন্যাসের mcq || lalsalu mcq




লালসালু উপন্যাস mcq পরীক্ষা ক্লিক করুন



লালসালু mcq,লালসালু উপন্যাস নৈব্যক্তিক প্রশ্নোত্তর,Lalsalu upannas mcq,lalsalu mcq,

লালসালু উপন্যাস mcq, লালসালু mcq, লালসালু নৈব্যক্তিক,লালসালু mcq,লালসালু উপন্যাস নৈব্যক্তিক প্রশ্নোত্তর,Lalsalu upannas mcq,lalsalu mcq,লালসালু উপন্যাস mcq, লালসালু mcq, লালসালু নৈব্যক্তিক,লালসালু mcq,লালসালু উপন্যাস নৈব্যক্তিক প্রশ্নোত্তর,Lalsalu upannas mcq,lalsalu mcq,লালসালু উপন্যাস mcq, লালসালু mcq, লালসালু নৈব্যক্তিক,লালসালু mcq,লালসালু উপন্যাস নৈব্যক্তিক প্রশ্নোত্তর,Lalsalu upannas mcq,lalsalu mcq,লালসালু উপন্যাস mcq, লালসালু mcq, লালসালু নৈব্যক্তিক,লালসালু mcq,লালসালু উপন্যাস নৈব্যক্তিক প্রশ্নোত্তর,Lalsalu upannas mcq,lalsalu mcq,লালসালু উপন্যাস mcq, লালসালু mcq, লালসালু নৈব্যক্তিক,




লালসালু mcq


১. মজিদের মহব্বতনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল?

(ক) অবধারিত

✓(খ) নাটকীয় 

(গ) কাব্যিক

(ঘ) স্বাভাবিক


২. ‘মাজারটি তার শক্তির মূল’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) বিশ্বাস

(খ) আনুগত্য

✓(গ) ভীতি

(ঘ) অনুরাগ


৩. ঢেঙা-বুড়োর হাতে মার খেয়ে হাসুনির মা কার বাড়িতে গিয়েছিল?

(ক) স্বামীর

(খ) খালেক ব্যাপারীর

✓(গ) মজিদের

(ঘ) তাহেরের


৪. ঢেঙা বুড়োকে কী হিসেবে চিহ্নিত করা যায়?

(ক) সার্থক পিতা

✓(খ) তেজি পুরুষ

(গ) বদমেজাজি

(ঘ) কর্মঠ


৫. বাংলাদেশের কথাসাহিত্যিক আন্তর্জাতিক মানে উনড়বীত করার পথিকৃৎ কে?

✓(ক) সৈয়দ ওয়ালীউল্লাহ্

(খ) মীর মশাররফ হোসেন

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) আবু ইসহাক


Lalsalu upannas mcq



৬. সৈয়দ ওয়ালীউল্লাহ কর্মসূত্রে বিভিনড়ব দায়িত্ব পালন শেষে দীর্ঘদিন কোথায় কর্মরত ছিলেন?

(ক) ভারতে

(খ) ইরাকে

(গ) ইরানে

(ঘ) প্যারিসে


৭. সৈয়দ ওয়ালীউল্লাহর কোন উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনূদিত হয়?

(ক) কাঁদো বাঙালি কাঁদো

(খ) চাঁদের অমাবস্যা

✓(গ) লালসালু

(ঘ) চাঁদের অমাবস্যা ও লালসালু


৮. ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?

✓(ক) ১৯৬৮ সালে

(খ) ১৯৪৮ সালে

(গ) ১৯৬৪ সালে

(ঘ) ১৯৫১ সালে


৯. ‘নয়নচারা’ গল্পগ্রন্থটির প্রকাশকাল কত?

(ক) ১৯৬৫

✓(খ) ১৯৪৬

(গ) ১৯৫১

(ঘ) ১৯৫৩


১০. ‘দুই তীর’ গল্পগ্রন্থটির প্রকাশকাল কত?

(ক) ১৯৬৫

(খ) ১৯৬৪

(গ) ১৯৫১

(ঘ) ১৯৫৩


১১. ‘লালসালু’ উপন্যাস অনুযায়ী কী না হলে বিদেশে এক পাও চলে না?

(ক) টাকা

✓(খ) বদনা

(গ) হারিকেন

(ঘ) টুপি



লালসালু উপন্যাস mcq


১২. ‘লালসালু’ উপন্যাসে ঔপন্যাসিক রেলগাড়ির ধৈর্য দ্বারা কিসের ইঙ্গিত দিয়েছেন?

(ক) সভ্যতার

(খ) আধুনিকতার

✓(গ) নোয়াখালির মানুষের

(ঘ) যোগাযোগ ব্যবস্থার


১৩. নোয়াখালি অঞ্চলে শস্যের চেয়ে কী বেশি?

(ক) আগাছা

✓(খ) টুপি

(গ) হুজুর

(ঘ) পীর


১৪. ‘কিন্তু দেশটা কেমন মরার দেশ’ কেন?

(ক) মানুষহীন বলে

(খ) ধর্মহীন বলে

(গ) কর্মহীন বলে

✓(ঘ) শস্যহীন বলে


১৫. ‘রহমতপুর অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে ধর্মের বাণী নিয়ে বিভিনড়ব স্থানে ছুটে যায়।’ উদ্দীপকের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কাদের মিল রয়েছে?

(ক) মহব্বতনগরবাসীর

(খ) আওয়ালপুরবাসীর

✓(গ) নোয়াখালীবাসীর

(ঘ) চট্টগ্রামবাসীর


১৬. নোয়াখালী অঞ্চলে মানুষেরা দেশ ত্যাগ করে কেন?

(ক) ধর্ম প্রচারে

(খ) ধর্ম ব্যবসায় করতে

✓(গ) জীবিকার সন্ধানে

(ঘ) মানব-কল্যাণে


১৭. মজিদের কণ্ঠে কোন বিষয়টি বিদ্যমান?

(ক) হিংসা

(খ) দ্বেষ

✓(গ) কঠোরতা

(ঘ) মধু


১৮. ঝড় এলে হাসুনির মায়ের কী করার অভ্যাস?

(ক) স্বামীর চিন্তা

(খ) মাজারের চিন্তা

✓(গ) হৈচৈ করা

(ঘ) সংসারের চিন্তা



লালসালু উপন্যাস নৈব্যক্তিক প্রশ্নোত্তর:



১৯. মজিদের শিক্ষায় গ্রামবাসী ভালোভাবে কী বুঝেছে?

(ক) ধর্মবিশ্বাস

✓(খ) মাজার বিশ্বাস

(গ) আল্লাহতে বিশ্বাস

(ঘ) কুসংস্কারে বিশ্বাস


২০. ‘লালসালু’ উপন্যাসে দুর্লঙ্গনীয় রহস্যে আবৃত কী?

✓(ক) মাজার

(খ) মজিদ চরিত্র

(গ) রহিমা

(ঘ) খালেক ব্যপারী


২১. বাবা নিখোঁজ হওয়ার পর হাসুনির মা মজিদের বাড়িতে আসত না কেন?

✓(ক) লজ্জায়

(খ) অভিমানে

(গ) ক্ষোভে

(ঘ) অন্য কাজ করতে বলে


২২. মজিদ হাসুনির মার কাছ থেকে কী চেয়েছিল?

(ক) তামাক

(খ) বিড়ি

✓(গ) আগুন

(ঘ) পাত্র



lalsalu mcq


১। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহন করেন- চট্রগ্রামে।




২। সৈয়দ ওয়াল্লিউল্লাহর উপন্যাসটি ফরাসি ও ইংরেজী ভাষায় অনুদিত হয়- লালসালু ।




৩। সাংবাদিক ‍হিসেবে- কর্মজীবন শুরু করেন সৈয়দ ওয়ালিউল্লাহ





৪। সৈয়দ ওয়ালীউল্লাহ মৃত্যুবরণ করেন- ১৯৭১ খ্রিষ্ট্রাব্দ।


৫। বাংলাদেশের কথাসাহিত্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথিকৃৎ ছিলেন- সৈয়দ ওয়ালীউল্লাহ।




৬। ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটি প্রকাশিত হয়- ১৯৬৮ সালে।



Lalsalu upannas mcq



৭। ‘নয়নচারা’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয়- ১৯৪৬ সালে।


৮।‘লালসালু’ উপন্যাস অনুযায়ী কী না হলে বিদেশে এক পাও চলে না- বদনা।




৯। নোয়াখালি অঞ্চলে শস্যের চেয়ে বেশি- টুপি।




১০। ‘কিন্তু দেশটা কেমন মরার দেশ’ – বলা হয়েছে- শস্যহীন বলে।



লালসালু উপন্যাস mcq



লালসালু mcq,লালসালু উপন্যাস নৈব্যক্তিক প্রশ্নোত্তর,Lalsalu upannas mcq,lalsalu mcq,

লালসালু উপন্যাস mcq, লালসালু mcq, লালসালু নৈব্যক্তিক,লালসালু mcq,লালসালু উপন্যাস নৈব্যক্তিক প্রশ্নোত্তর,Lalsalu upannas mcq,lalsalu mcq,লালসালু উপন্যাস mcq, লালসালু mcq, লালসালু নৈব্যক্তিক,লালসালু mcq,লালসালু উপন্যাস নৈব্যক্তিক প্রশ্নোত্তর,Lalsalu upannas mcq,lalsalu mcq,লালসালু উপন্যাস mcq, লালসালু mcq, লালসালু নৈব্যক্তিক,লালসালু mcq,লালসালু উপন্যাস নৈব্যক্তিক প্রশ্নোত্তর,Lalsalu upannas mcq,lalsalu mcq,লালসালু উপন্যাস mcq, লালসালু mcq, লালসালু নৈব্যক্তিক,লালসালু mcq,লালসালু উপন্যাস নৈব্যক্তিক প্রশ্নোত্তর,Lalsalu upannas mcq,lalsalu mcq,লালসালু উপন্যাস mcq, লালসালু mcq, লালসালু নৈব্যক্তিক,


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ad