অপরাচিতা mcq পরীক্ষা প্রস্তুতি || অপরাচিতা mcq
অপরাচিতা গল্পের mcq পরীক্ষা দিতে….
অপরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬১
খ. ১৮৬২
গ. ১৮৬৩
ঘ. ১৮৬৪
২. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?
ক. প্রমথ চৌধুরী
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩. রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত?
ক. বিশ্বকবি
খ. চারণ কবি
গ. জাতীয় কবি
ঘ. নাগরিক কবি
৪. ‘গল্পগুচ্ছে’ কতটি গল্প সংকলিত হয়েছে?
ক. ৯১
খ. ৯২
গ. ৯৪
ঘ. ৯৫
৫. রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন কেন?
ক. সাহিত্য সাধনার জন্য
খ. জমিদারি দেখাশোনার জন্য
গ. প্রকৃতির কাছে থাকার জন্য
ঘ. মানুষের কাছাকাছি থাকার জন্য
৬. কোথায় বসবাসের কাল রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ?
ক. শান্তিনিকেতন
খ. জোড়াসাঁকো
গ. শাহজাদপুর
ঘ. শিলাইদহ
৭. ‘কাজী নজরুল ইসলাম ছোটগল্পের পাশাপাশি উপন্যাসও লিখেছেন।’ কাজী নজরুল ইসলামের সাথে কার সাদৃশ্য রয়েছে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শামসুর রাহমান
গ. প্রমথ চৌধুরী
ঘ. বুদ্ধদেব বসু
৮. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ শতকে যেসব ছোটগল্প লিখেছেন সেখানে কী প্রাধান্য পেয়েছে?
ক. প্রকৃতি
খ. ভাবকল্পনা
গ. বিরহ
ঘ. বাস্তবতা
পরীক্ষায় ভালো রেজাল্ট করার সহজ উপায়:
যেকোনো পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজেকে প্রস্তুত করার বিকল্প নেই।
আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা নিয়মিত আমাদের ফেসবুক গ্রুপ এবং এই ওয়েবসাইটে mcq পরীক্ষা আয়োজন করে থাকি এবং সামনেও করবো। তাই যারা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে চাও তারা নিয়মিত পরীক্ষা গুলোতে অংশ নিতে পার। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে চাইলে জয়েন করতে পার আমাদের ফেসবুক গ্রুপের নাম
নিয়মিত সকল বিষয়ে mcq পরীক্ষা প্রস্তুতি নিতে আমাদের সাথে থাকার অনুরোধ রইলো।যেভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন। নিজের উপর আত্ম বিশ্বাস রাখতে হবে। বই বেশি বেশি পড়তে হবে। পড়ার ইচ্ছা না থাকলেও যেভাবে পড়তে ভালো লাগে সেভাবেই পড়তে হবে। ভালো রেজাল্ট করতে ভালোভাবে পড়তে হবে এটার কোনো বিকল্প নেই। পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় । খুব সহজে পরীক্ষায় ভালো রেজাল্ট করা এটা কোনো ভাবেই সম্ভব নয়।
যেভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়:
পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমাকে ভালোভাবে পড়তে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়। আজকে আমরা অপরাচিতা গল্পঃ নিয়ে আলোচনা করবো । আসলে ঊনিশ শতকে বাংলার মানুষের মাঝে কিছু অপসংস্কৃতি ছিল যা সাধারণ মানুষের কাছে খুবই বেদনা দায়ক ছিলো। এর মধ্যে যৌতুক প্রথা সে সময়ে খুবই প্রচলন ছিল। অপরাচিতা গলবে লেখক, কল্যাণী এবং তার বাবা সম্ভুনাথ সেন কে দিয়ে এই যৌতুক প্রথা বিরোধিতা করেছে যেভাবে তার বিস্তারিত এ গল্পে আলোচনা করা হয়েছে।
কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবো?
অপরাচিতা গল্পের mcq পরীক্ষা । অপরাচিতা গল্পের পরীক্ষা । Mcq পরীক্ষা । অপরাচিতা গল্পঃ। McQ পরীক্ষা বাংলা। বাংলা mcq পরীক্ষা । হিসাব বিজ্ঞান mcq পরীক্ষা। রসায়ন mcq পরীক্ষা। জীব বিজ্ঞান mcq পরীক্ষা। পদার্থ mcq পরীক্ষা। ভূগোল mcq পরীক্ষা। ইসলামের ইতিহাস mcq পরীক্ষা। সকল বিষয়ের mcq পরীক্ষা। অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq
অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের নৈর্ব্যক্তিক mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের mcq অপরিচিতা গল্পের নৈর্ব্যক্তিকঅপরিচিতা গল্পের নৈর্ব্যক্তিকঅপরিচিতা গল্পের নৈর্ব্যক্তিকঅপরিচিতা গল্পের নৈর্ব্যক্তিকঅপরিচিতা গল্পের নৈর্ব্যক্তিক
Copyright ©️ All Social Education