ইংরেজি উচ্চারণের নিয়ম || ইংরেজি উচ্চারণ শেখার ১০ টি সহজ নিয়ম

 




ইংরেজি উচ্চারণের নিয়ম ||ইংরেজি উচ্চারণ শেখার ১০ টি সহজ নিয়ম।




Vowel -এর উচ্চারণ :



A-অ, আ, এ, অ্যা, এ্যা, এয়া


E-এ, ই, ঈ, আ


I- ই, আ, আই


O- আ, ই, আউ, ইয়ো


U- আ, উ, ইউ, ইয়ো


যা মনে রাখতে হবে :- ইংরেজি প্রতিটি Vowel (a, e, i, o, u)-এর দু'রকম উচ্চারণ হয়। ১. Short Sound(খাটো) ২. Long Sound (দীর্ঘ)।





      Part of speech



•Sentence এ ব্যবহৃত প্রত্যেকটি word-কেই Parts of Speech বলে।


Part of speech কত প্রকার?


 Part of speech ৮ প্রকার । যেমনঃ




1. Noun (Ex)- Sohel, Boy, Teacher, Teaching, Pen, Money, Love, Work, illness



2. Pronoun (ex) - 1, We, You, He, She, They, It, Who, What, Which, That, This....... 


3. Adjective (ex)- Good, Bad, Rich, Poor, Strong, Weak, Tall, Short, Much, Less, ... 


4. Verb (ex) - Do, Go, Play, Eat, Walk, Think, Work, Love, Take, be, is, have.


5. Adverb (ex)- Kindly, Happily, Nicely, now, then, today, always, here.....


6. Preposition (ex) Of, to, at, in, on, for, from, by, with, without, about, over, 


7. Conjunction (ex) - And, but, or, since, because, when, where, that


8. Interjection (ex)- Ah!Oh!Hurrah! Fie! Ho! What! Shame.





Es ব্যাবহারের নিয়ম:



Bus - Buses


Class - Classes


Watch - Watches


Tax - Taxes


Do - Does


Go - Goes


Mango - Mangoes


Match Matches


Bush Bushes


Box - Boxes


Hero Heroes


Inch - Inches




Es বসানোর নিয়ম:



2. Word এর শেষে y এবং y-এর আগে consonant থাকলে y এর স্থলে i + es যুক্ত করে plural করতে হয়। কিন্তু vowel থাকলে শুধু s যুক্ত হবে। যেমন -


Baby - Babies


Body - Bodies


City - Cities


Lady - Ladies


Country - Countries




Duty - Duties


Fly - Flies


Study - Studies


Try - Tries


কিন্তু


Play - Plays


Boy - Boys




•Verb এর Past & Past Participle করার সময় verb-এর শেষেy থাকলে y এর স্থলে i + ed হয়, কিন্তু y এর পূর্বে vowel থাকলে y +ed হইবে। যেমন


Cry - Cried


Carry - Carried


Apply - Applied


Try- Tried


foPay - Paid,


Say - Said,


ier এবং i + est -বসানো নিয়ম :


Study - Studied


Play-Played,


Lay- Laid




Ing যুক্ত করার নিয়ম:



•Verb এর শেষে e থাকলে e উঠিয়ে দিয়ে ing যুক্ত করতে হয়। যেমন -


Come - Coming Writing - writing


Change - Changing


•কিন্তু যদি e-এর উচ্চারণ হয় তাহলে e বাদ যাবে না। যেমন - See - Seeing



ing বসানোর নিয়ম:


•Verb এর শেষে y থাকলে ing যুক্ত করার সময় y এর কোন পরিবর্তন হয় না। যেমন 

- Cry - Crying


- Study - studying



•Verb-এর শেষে ie থাকলে ing যুক্ত করার সময় ie এর পরিবর্তে y + ing হইবে


 Die - Dying.




           Tense 



•tense কাকে বলে?

• যে বাক্য দ্বারা অতীত, বর্তমান বা ভবিষ্যতকে বোঝায় তাকে tense ba কাল বলে।


•Tense কত প্রকার?

• Tense প্রধানত  তিন প্রকার।






[৩০ দিনে ইংরেজি বানান ও উচ্চারণের সহজ নিয়ম pdf ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি রুলস ইংরেজি উচ্চারণের নিয়ম pdf ইংরেজি শব্দ বাংলা উচ্চারণ apps বাচ্চাদের ইংরেজি উচ্চারণ শেখার বই pdf A এর উচ্চারণের নিয়ম]



 Copyright ©️ All Social Education


Md. Bisshas Prodhan

Hello! My name is Md. Bisshas Prodhan. I am a student and sometimes I was writing blog. My site newsroms24.blogspot.com . If you want a professional content writer please contact me.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ad