৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি || Best BCS exam book pdf download, bcs viva exam

 



৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি || Best BCS exam book pdf download, bcs viva exam




সন্ধি বিচ্ছেদ:


ঘুরেফিরে এগুলা থেকে বেশি আসে... জেনে নিন।



● পরমাশ্চর্য = পরম + আশ্চর্য।

● দ্যুলোক = দিব্ + লোক।

● রত্নাকর = রত্ন + আকর।

● গ্রামান্তর = গ্রাম + অন্তর।

● রবীন্দ্র = রবি + ইন্দ্র।

● সিংহাসন = সিংহ + আসন।

● লঘূর্মি = লঘু + ঊর্মি।

● পূর্ণেন্দু = পূর্ণ + ইন্দু।

● মানবেতর = মানব + ইতর।

● যথেষ্ট = যথা + ইষ্ট।

● ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী।

● প্রত্যেক = প্রতি + এক।


[ ৪৪ তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ]


● নবোদয় = নব + উদয়।

● প্রত্যুষ = প্রতি + ঊষ।

● স্বচ্ছ = সু + অচ্ছ।

● সপ্তর্ষি = সপ্ত + ঋষি।

● শীতার্ত = শীত + ঋত।

● জনৈক = জন + এক।

● বনৌষধি = বন + ওষধি।

● মহৌষধ = মহা + ঔষধ।

● প্রত্যহ = প্রতি + অহ।

● অত্যন্ত = অতি + অন্ত।

● ইত্যাদি = ইতি + আদি।

● পরিচ্ছেদ = পরি + ছেদ।

● ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত।

● মনীষা= মনষ + ঈষা।

● ইতস্তত = ইতঃ + তত।

● তন্ময় = তৎ + ময়।

● উচ্ছেদ = উৎ + ছেদ।

● অন্বেষণ = অনু + এষণ।

● ষণ্মাস=ষট্+মাস

● সৃষ্টি= সৃজ্+ত





৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি:



 কিছু  সাধারণ জ্ঞান জেনে রাখা ভালো:



১→বিশ্বের একটিমাত্র ভাষার দেশ কোনটি?

★ উত্তর কোরিয়া।

২→বিশ্বের সর্ব্বোচ্চ ভাষার দেশ? 

★ পাপুয়া নিউগিনি।

৩→শহীদ মিনারের স্থপতি কে? ★ হামিদুর রহমান।

৪→ জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?


[ 44 bcs exam circular 2022 ]


★ সৈয়দ মাইনুল হোসেন।

৫→"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী

গানটির সুরকার কে? ★আলতাফ মাহমুদ।

৬→ "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী

গানটির রচনা করেন? ★ আবদুল গাফফার চৌধুরী।

৭→আমাদের জাতীয় দিবস/স্বাধীনতা দিবস হল?

★ ২৬ মার্চ।

৮→আমাদের বিজয় দিবস হচ্ছে? ★১৬ ডিসেম্বর।

৯→আয়তনে বিশ্বের বড় জলপ্রপাত হচ্ছে?

★নায়াগ্রা (যুক্তরাষ্ট্র)।


( প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতি )


১০→বিশ্বের সর্ব্বোচ্চ জলপ্রপাত কোনটি?

★ অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা)।

১১→সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ

করেছে? ★ ৫ টি।

১২→বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের

সীমান্ত আছে? ★ ৫ টি।

১৩→ নিশীত সূর্যের দেশ' বলা হয়-কোন দেশকে?

★ নরওয়ে-কে।

১৪→ সুর্যদয়ের দেশ বলা হয় কোন দেশকে?

★ জাপান-কে।

১৫→পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? ★ নীলনদ।

১৬→বিশ্বের প্রশস্ততম নদী কোনটি? ★ আমাজান।

১৭→ এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কবে?

★ ১৯৫৩ সালে।



( ৪৪তম বিসিএস আবেদন )



গুরুত্বপূর্ণ ২০টি এক কথায় প্রকাশ:



1. যা মর্ম স্পর্শ করে == মর্মস্পর্শী।

2. যা ক্রমশ বর্ধিত হচ্ছে == বর্ধিষ্ণু ।

3. যা সহজে লাভ করা যায় == সুলভ।

4. যা সহজে ভেঙে যায় == ভঙ্গুর।

5. যা বালকের মধ্যেই সুলভ == বালসুলভ।

6. যা লাফিয়ে চলে == প্লবগ।

7. যা বুকে হাঁটে == সরীসৃপ।

8. যার তল স্পর্শ করা যায় না == অতলস্পর্শী।

9. যার নাম কেউ জানে না == অজ্ঞাতনামা।

10. যার পত্নী গত হয়েছে == বিপত্মীক।

11. যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় == ব্যয়বহুল ।


[ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি ]


12. যা খুব শীতল বা উষ্ণ নয় == নাতিশীতোষ্ণ ।

13. যার বিশেষ খ্যাতি আছে == বিখ্যাত ।

14. যা আঘাত পায় নি == অনাহত ।­­

15. যা উদিত হচ্ছে == উদীয়মান ।

16. যা পূর্বে শোনা যায় নি == অশ্রুতপূর্ব ।

17. যা সহজে জীর্ণ হয় == সুপাচ্য ।

18. যা খাওয়ার যোগ্য == খাদ্য ।

19. যা চিবিয়ে/চর্বণ করে খেতে হয় == চর্ব্য ।

20. যা চুষে খেতে হয় == চোষ্য ।




৪৪তম বিসিএস প্রিলি প্রস্তুতি :



>অসমাপ্ত আত্মজীবনী:

 • অনূদিত হয়: ১৭টি ভাষায় (সর্বশেষঃ গ্রীক ভাষায়)


  •প্রকাশিত হয়: ১৮টি ভাষায় (বাংলাসহ)



>কারাগারের রোজনামচা:


 •অনূদিত হয়: ৪টি ভাষায়      

(সর্বশেষঃফ্রেঞ্চ ভাষায়)

  

প্রকাশিত হয়: ৫টি ভাষায়।



[ NSI পরীক্ষা প্রস্তুতি বাংলা ]



>বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ:

 

• অনূদিত হয়: ১৬টি ভাষায় (সর্বশেষঃ আইরিশ, স্কটিশ ও ওয়েলশ ভাষায়)


 •প্রকাশিত হয়: ১৭টি ভাষায়।



~সাধারণ জ্ঞানের ধারাবাহিক পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।



বিসিএস ভাইভা সহায়িকা pdf.



প্রকৃত বিসিএস ভাইভা অভিজ্ঞতা || Bcs viva experience.

___________________________________


>Best bcs viva.


প্রার্থী: May I come in, Sir?


চেয়ারম্যান : হ্যাঁ, আসুন।


প্রার্থী: আস্সালামু আলাইকুম, স্যার।


চেয়ারম্যান: ওয়ালাইকুমুস্ সালাম। বসুন।

 

প্রার্থী: ধন্যবাদ স্যার।


চেয়ারম্যান : Now introduce yourself highlighting your educational background. (Real 43th bcs viva)


প্রার্থী: Thank you, Sir. I am Arman Hossain from Mymensingh I have completed my graduation & post graduation from the department of English, University of Dhaka.



চেয়ারম্যান: Ok. Why did you choose this subject? 



প্রার্থী : Sir, Firstly, I have taken this subject because my merit position meets the criteria. Secondly, I was very much fond of literature from my school life as I was deeply inspired by my elder brother.



চেয়ারম্যান : তাহলে তো আপনাদের বাসায় অবশ্যই পারিবারিক লাইব্রেরি আছে?



প্রার্থী: জি স্যার, আছে।



[ 43th Bsc viva ]


চেয়ারম্যান: তবে তো আপনি বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক যেমন— রবীন্দ্রনাথ, নজরুল, হুমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পড়েছেন ।



প্রার্থী : জি স্যার, স্কুল-কলেজ থেকেই উনাদের লেখা পড়ি ।



চেয়ারম্যান : Ok, Mr. Arman. What brings major change in your life before and after studying English literature?



প্রার্থী: With the touch of English literature, sensitivity, imagination, analytical mind and looking one thing from different perspectives are the dominating factors to shape my mind. (43th bcs viva)


চেয়ারম্যান : Which era you like most? : 


প্রার্থী: Sir, Romantic Era.


চেয়ারম্যান: আপনি কি Wordsworth-এর Preface to Lirical Ballads পড়েছেন?


প্রার্থী: জি স্যার, পড়েছি।


চেয়ারম্যান : What is supernaturalism?


প্রার্থী: The supernatural thing encompasses supposed phenomena that are not subject to the laws of nature I


চেয়ারম্যান: ‘Suspension of disbelief' means what?


প্রার্থী: It is a term coined by S.T. Coleridge. To 'Suspend disbelief' is to temporarily accept as believable of events or characters that would ordinarily be seen as incredible.



[ How to do practice bcs viva ]


চেয়ারম্যান : এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন এবং উনি কোন দেশের?



প্রার্থী: আবদুলরাজাক গুরনাহ । তিনি তানজানিয়ার নাগরিক।



চেয়ারম্যান : ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ এটি কী?


প্রার্থী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশোরের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে একটি চলচ্চিত্র।


চেয়ারম্যান : ‘গ্রাম হবে শহর’ এটি কী?



( ৪৩তম বিসিএস ভাইভা পরীক্ষা )


প্রার্থী: শহরের সব নাগরিক সুবিধা গ্রামে পৌঁছে দিতে বাংলাদেশ সরকারের একটি বিশেষ প্রকল্প। 


চেয়ারম্যান: তাহলে ‘একটি বাড়ি একটি খামার’ কী?


প্রার্থী: মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের অবশ্যই পারিবারিক মধ্যে এটি একটি; যার বর্তমান নাম ‘আমার বাড়ি, আমার খামার’ ।


[ 44th bcs viva practice ]


চেয়ারম্যান : Ok Mr. Arman Hossain, What is your first choice?


প্রার্থী : BCS Foreign Affairs 


চেয়ারম্যান: What are the qualities of a diplomat?



প্রার্থী: Thank you, Sir. The main qualities of a diplomat— Art of negotiation, analytical mind, decision making ability, sensitivity and imaginative power.


চেয়ারম্যান: If the foreign secretary of the USA visits Bangladesh, who will be the counterpart from our side?



প্রার্থী : Honourable Foreign Minister of Bangladesh.


চেয়ারম্যান: ধন্যবাদ। আপনি আসুন।


প্রার্থী: ধন্যবাদ স্যার । আস্সালামু আলাইকুম। ( বিসিএস ভাইভা পরীক্ষা প্রস্তুতি )


বিসিএস ভাইভা বই বিসিএস ভাইভা সহায়িকা pdf 44 bcs viva book

___________________________________


শেষ মুহূর্তের প্রস্তুতি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা:



প্রশ্নঃ জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি ?

উত্তরঃ ঝরা পালক।


প্রশ্নঃ ‘গোলান মালভূমি’ কোন দুটি দেশের মধ্যে বিদ্যামান বিরোধপূর্ণ অঞ্চল ?

উত্তরঃ সিরিয়া-ইসরাইল।


প্রশ্নঃ কোন দেশের পতাকা কখনো অর্ধনমিত হয় না ?

উত্তরঃ সৌদি আরব|


প্রশ্নঃ রয়টার্স কী ? 

উত্তরঃ সংবাদ সংস্থা।


প্রশ্নঃ আধুনিক বাংলা গীতিবিতার উৎস কী ?

 উত্তরঃ টপ্পাগান।


প্রশ্নঃ ‘বল বীর বর উন্নত মম শির’ বাক্যটি কী ?

উত্তরঃ আদেশসূচক।



[ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ]


প্রশ্নঃ কোন চলচ্চিত্রটি ১৯৪৭-এর দেশভাগ নিয়ে নির্মিত হয় ?


উত্তরঃ চিত্রা নদীর পাড়ে।


প্রশ্নঃ যার জিহ্বা লকলক করে- এক কথায় কী বলে ? 


উত্তরঃ লেলিহান।


প্রশ্নঃ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ বহনকারী রকেটের নাম কী ?


উত্তরঃ স্পেস এক্সের ফ্যালকন ৯ ।


প্রশ্নঃ ‘সবর’ শব্দের ‘স’ উপসর্গ কি অর্থ প্রকাশ করে ?


উত্তরঃ সঙ্গে।


প্রশ্নঃ একদিনের ক্রিকেট বিশ্বকাপ এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন কে ?


উত্তরঃ মার্টিন গাপটিল।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ৪৩তম বিসিএস ভাইভা পরীক্ষা বিসিএস ভাইভা পরীক্ষা প্রস্তুতি প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি 44th bcs exam, bcs viva exam, bcs viva preparation, bcs viva practice, Practice viva for bcs, 44 bcs circular, best bcs exam book.


Copyright ©️ All Social Education

Md. Bisshas Prodhan

Hello! My name is Md. Bisshas Prodhan. I am a student and sometimes I was writing blog. My site newsroms24.blogspot.com . If you want a professional content writer please contact me.

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

ad