এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় সূচি

 




এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় সূচি



চলতি বছরের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা বন্যার কারণে পিছিয়ে পড়ে। গত

রোববার (৩ জুলাই) শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়।


এ ছাড়াও এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে অক্টোবরে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ছিল আগামী মাসে।



আরও পড়ুন...


পড়ালেখার পাশাপাশি আয় করুন ক্লিক করুন


বিলাসী গল্পের McQ পরীক্ষা ক্লিক করুন


সকল কলেজের পরীক্ষার কেন্দ্র দেখুন ক্লিক


_______________________________


এসএসসি পরীক্ষার সময়সূচি


সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের বলেন, সভায় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যেসব তথ্য–উপাত্ত উপস্থাপন করেছেন, তাতে দেখা গেছে সিলেট বোর্ডের অর্ধেক কেন্দ্র এখনও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব কেন্দ্র পরীক্ষার উপযোগী করতে এ মাস লেগে যাবে, এজন্য পরীক্ষা নেয়া সম্ভব নয়। ঈদের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগস্টে এসএসসি শুরুর সম্ভাবনার দিন রাখা হয়েছে।




আর এসএসসি পরীক্ষা যদি আগস্টের প্রথম সপ্তাহে শুরু করা যায়, তাহলে এইচএসসি পরীক্ষা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুরুর সম্ভাবনা আছে। কারণ, এই দুই পরীক্ষার মধ্যে দুই মাসের বিরতির দরকার হয় বলেও জানান তিনি।



তিনি আরও জানান ঈদের পর সবকিছু পর্যবেক্ষণ করা হবে। এবং চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ad