ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ানোর উপায় || yutube chaneler subscrib baranor upay

 


ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ানোর উপায়



চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর সর্বোত্তম উপায়


চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর সর্বোত্তম উপায় হল, একটি চ্যানেলে একই ক্যাটাগরির ভিডিও ধৈর্য ধরে ক্রমাগত আপলোড করে যাওয়া। এভাবে কাজ করলে একসময় সাফল্য আসবেই।



ইউটিউবে সফল্যের জন্য কনটেন্টের ধরন অতি জরুরি বিষয়। আপনাকে সবসময় অভিনব এবং সুনির্দিষ্ট কনটেন্ট আইডিয়া নিয়ে কাজ করতে হবে, এবং নির্দিষ্ট শ্রেণীর দর্শকের দিকে মনোযোগ রাখতে হবে। ইউটিউবের অ্যালগরিদম সাজানোই এমনভাবে যে , নির্দিষ্ট শ্রেণীর দর্শকের কাছে নির্দিষ্ট শ্রেণীর ভিডিও সাজেশন দেওয়া হয়। 




সুতরাং ক্রমাগত আপনি সুনির্দিষ্ট একটি বিষয় নিয়ে কাজ করে গেলে বিপুলসংখ্যক সমমনা দর্শক শ্রোতা পেয়ে যাবেন, যাদের বেশীরভাগ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। একবার সাবসক্রাইবার অর্জন শুরু হলে তা খুব দ্রুত চক্রবৃদ্ধির হারে বাড়তে থাকবে।




#ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ানোর উপায়:



ইউটুবিং করার ক্ষেত্রে সাবস্ক্রাইবার বাড়াবার আগে আপনার ধৈর্য্য বাড়ানো টা খুব দরকারি , কারণ ইউটিউবে শর্টকাট কোন পদ্ধতি নেই । নতুন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন , তা বলিঃ


  • ভালো কোয়ালিটির মাইক্রোফোন ইউজ করেছিলাম, কারণ ইউটিউব এ ভিডিও কোয়ালিটি 50% নির্ভর করে অডিও কোয়ালিটির উপরে, তাই নয়েজ ফ্রি এবং ভালো ক্রিস্টাল ক্লিয়ার অডিও দরকার ।



  • যেকোন একটা বিষয়ে (নিশ) নিয়ে কাজ করবেন , মানে আপনার চ্যানেল যদি কমিডি সংক্রান্ত হয়, তাহলে সবসময় কমিডি রিলেটেড ভিডিও দিবেন ।



  • শর্ট একটা ইন্ট্রো দিবেন, কারণ এখনকার ভিউয়াররা অঝথা সময় নষ্ট করতে চায় না, তাই সরাসরি মূল পয়েন্ট এ চলে যাবেন, এতে ভিউয়ার্স রা একটা পজিটিভ ইম্প্রেশন পাবে আপনার চ্যানেল থেকে, আপনি আরো সাবস্ক্রাইবার পেতে পারন ।




#কিভাবে ইউটিউবের নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো যায়?


১) আপনি যদি মানসম্পন্ন কনটেন্ট তৈরি করতে পারেন, তবে সাবস্ক্রাইবার বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়। দিনকে দিন আপনার নিজেকে চ্যালেঞ্জ করে নিজের মান বাড়িয়েই যেতে হবে। হয়তো আপনি ফেসবুকে বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ভিডিওটা শেয়ার করলেন, বলে দিলেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এইটুকু তো বলাই যায়। পৃথিবীতে আপনার অস্তিত্ব জানান দেওয়ার কাজটা তো আপনাকেই করতে হবে।



২) আপনার টার্গেট অডিয়েন্স‌ ঠিক করুন। এটা বিপণনের (সৃজনশীলতাকে বিপণন বলছি না, বরং বলি একটার সাথে আরেকটা অবশ্যই জড়িত) ক্ষেত্রে একটা কমন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। যদু-মদু-কদু সবাই নিশ্চয়ই আপনার কন্টেন্ট দেখবে না! তাই আগে ঠিক করুন আপনার কন্টেন্টের শ্রোতা বা দর্শক কারা। তারপর দেখুন তাদের ঘনত্ব কোথায় বেশি। সেই মতো তাদের কাছে ছড়িয়ে দিন ব্যাপারটা। 



আপনার এটা আবৃত্তির চ্যানেল। সুতরাং একটা ফেসবুকের একটা ফুড ব্লগিং গ্রুপে দেয়ার চেয়ে কবিতার গ্রুপগুলোয় দেয়া বেশি কাজের নিশ্চিতভাবে। ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রাম-টুইটারের মাধ্যমে পৃথিবীর অপেক্ষাকৃত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। এগুলোতেও শেয়ার করতে পারেন।



৩) এটা মাথায় রাখুন। বাংলাদেশে অনেক ইউটিউবার সাবস্ক্রাইবার বাড়াতে গিয়ে স্ক্যান্ডালসহ নানারকম নোংরামি করে বেড়ায়।‌ এমন বেপরোয়া হওয়া থেকে বিরত থাকুন। সাবস্ক্রাইবার বাড়া না বাড়া নিয়ে নিজের স্পৃহাটা নষ্ট করবেন না। চিন্তা করে দেখুন, এই মেঘলা দিনে একলা র চেয়ে আজেবাজে ফালতু গানের চ্যানেলের ভিউ-সাবস্ক্রাইবার বেশ।



 তাই বলে কি এটা প্রমাণিত হয়, যে ঐ গানটা ভালো না? এই বাড়া-বাড়ি ও বাড়াবাড়ির পেছনে ইউটিউবের কি অ্যালগরিদম কাজ করে আমি জানি না। ফেসবুকে পেজ প্রমোট করতে বুস্ট করা হয়। ইউটিউবে নিশ্চয়ই এমন কিছু আছে। আপনি যদি মানের কন্টেন্ট তৈরি করতে পারেন তো বুস্ট করলেও নৈতিক দিক থেকে আপনার আর বাধা থাকছে না। সৃজনশীলতার বিনিময়ে অর্থোপার্জনে এটুকু বিনিয়োগ করাই যায়।



ইউটিউব ভিডিও যেসব বিষয় মনে রাখতে হবে:



১) অনৈতিক কাজ করে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব আনা থেকে বিরত থাকুন। কেননা ইউটিউব একটি সামাজিক মাধ্যম এতে আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে।



২) ইউটিউব গুগল নিয়ন্ত্রণ করে তাই বিভিন্ন মাধ্যম থেকে সাবস্ক্রাইব না অনে অর্গানিক পদ্ধতিতে সাবস্ক্রাইব অর্জন করুন। তানাহলে গুগল অ্যাডসেন্স পাবার সম্ভাবনা থাকে না।



৩) কন্টেন্ট কপি না করে নিজের আত্মবিশ্বাস দিয়ে, নিজের জ্ঞান দিয়ে ভিডিও তৈরি করুন আশা করি খুব দ্রুত ভালো রেজাল্ট পাবেন।



৪) ইউটিউব একটি সামাজিক ভিডিও শেয়ারিং সাইট এ খানে ছোট বড় অনেকেই আছেন যারা নিয়মিত ভিডিও দেখে। তাই কোনো অনৈতিক ভিডিও তৈরি থেকে বিরত থাকুন।



৫) দেশ বিরোধী কাজ থেকে বিরত থাকুন। দেশ আপনাকে কিছু দিবে এমন কেনো হতে হবে আপনি দেশকে কি দিলেন সেটা ভাবুন।

Md. Bisshas Prodhan

Hello! My name is Md. Bisshas Prodhan. I am a student and sometimes I was writing blog. My site newsroms24.blogspot.com . If you want a professional content writer please contact me.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ad