এসএসসি-এইচএসসি পরীক্ষা নতুন রুটিনে
দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি অস্বাভাবিক ভাবে বেড়ে চলেছে। গত কয়েকদিন থেকে জামালপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম, সেরপুরসহ বিভিন্ন জেলায় বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। যমুনা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিকটবর্তী গ্রাম গুলো প্লাবিত হচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়াতে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়েছে।
এই অবস্থায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা সচিব তপন কুমার। তিনি আরো বলেন দেশের বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা শুরু হবে না। যেহেতু এসএসসি পরীক্ষা স্থগিত করে পেছানো হবে তাই চলতি বছরের HSC ও সমমানের পরীক্ষা পিছিয়ে যাবে।
গতকাল জানা যায় এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা ঈদের ছুটির পর নতুন সিলেবাসে নেওয়া হবে। এতে এসএসসি পরীক্ষার কিছুদিন পরেই hsc পরীক্ষা নেওয়া হবে। যে সকল এলাকায় স্কুল কলেজ পানির জন্য বন্ধ হয়েছে সেসব স্কুল ও কলেজের জন্য পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রীতি বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে।
ভারত থেকে আসা পাহাড়ি ঢল আর মুষলধারায় বৃষ্টি দেশের সিলেট-সুনামগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় বন্যায় প্লাবিত হয়েছে। এ কারণে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা রোববার (১৯ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে যায়। নতুন রুটিনে কবে থেকে পরীক্ষা শুরু হবে, তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির একাধিক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন হলেও চলমান বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি-সমমান পরীক্ষার জন্য নতুন রুটিন দেয়া হবে। আগের রুটিনের আলোকে নতুন পরীক্ষার রুটিন তৈরি করা হবে, এক্ষেত্রে শুধু পরীক্ষা শুরুর সময়টা পরিবর্তন হবে।
পরীক্ষার্থীদের নতুনভাবে প্রস্তুতির জন্য ৭ থেকে ১৫ দিন সময় দেয়া হতে পারে।
বোর্ড সূত্র আরও জানিয়েছে, সাধারণত এসএসসি পরীক্ষা শেষ হওয়ার মাস দুই পর এইচএসসি পরীক্ষা শুরু হয়। মাঝের সময়টাতে চলে প্রস্তুতি। এবার এইচএসসি পরীক্ষা পিছিয়ে জুনের পরিবর্তে জুলাইয়ের শেষ দিকে শুরু হতে পরে।