ফেসবুক থেকে টাকা আয় করার উপায়

 


ফেসবুক থেকে টাকা আয় করার সহজ উপায়



ফেসবুক ফ্যান পেজ তৈরি করে আয়:


ফেসবুক এর অসাধারন সব ফিচার্স এর মধ্যে অন্যতম হল ফেসবুক ফ্যান পেজ বা লাইক পেজ। ফেসবুক প্রোফাইলে যেভাবে বন্ধু বাড়ানোর জন্য ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে হয় বা ফ্রেন্ড রিকুয়েস্ট রিসিভ করতে হয়, ফেসবুক ফ্যান প্যাজ এর ক্ষেত্রে তেমনটি করতে হয় না। আপনার নিজের নামে একটি ফেসবুক লাইক পেজ থাকলে, যে কেউ আপনার পেজে লাইক করতে পারবে। আপনার একটি ফেসবুক পেজ থাকলে এবং সেটিতে প্রচুর পরিমানে ফলোয়ার বা লাইক থাকলে আপনার ফেসবুক পেজকে কাজে লাগিয়ে বিভিন্ন উপায়ে ফেসবুক হতে সহজে টাকা আয় করতে পারবেন। সঠিক নিয়ম মেনে ফেসবুক পেজ তৈরি করলে ফেসবুক মনিতাইজেশন এর মাধ্যমে আয় করতে পারবেন। আপনার ফেসবুক পেজে যদি ১০ হাজারের বেশি ফলোয়ার হয়ে যায় তাহলে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিও গুলো মনিটাইজ এর জন্য আবেদন করতে পারবেন। আপনি এর মাধ্যমে ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন। তাছাড়া আপনার যদি একাধিক ফেসবুক পেজ থাকে এবং সে পেজগুলোতে যদি বেশি ফলোয়ার থাকে তাহলে আপনি সেই পেজ গুলো বিক্রি করে টাকা আয় করতে পারবেন। 



ফেসবুকে ভিডিও আপলোড করে আয়:


সম্প্রতি ইউটিউবের মত ফেসবুকে ভিডিও আপলোড করে ভিডিওতে বিজ্ঞাপন শো করানো মাধ্যমে ফেসবুক থেকে আয় করা সম্ভব হচ্ছে। Facebook এ আয় করার এই নতুন পদ্ধতিকে বলা হয় “Facebook Video Monetization বা In-Stream Ads. এই In-Stream Ads বা ভিডিও Monetization এর কিছু নিয়ম বা যোগ্যতা রয়েছে, যেগুলো ফিলআপ হলে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ফেসবুক থেকে টাকা আয় করা যায়। এছাড়াও অন্যের ইউটিউব ভিডিও মার্কেটিং করে আপনি আয় করতে পারবেন। অনেক ইউটিউব চ্যানেল থেকে তাদের ভিডিও মার্কেটিং এর জন্য বড় বড় ফেসবুক পেজ গুলোকে টাকা দেই তাদের ভিডিও মার্কেটিং করে দেওয়ার জন্য।



ফেসবুক Instant Article থেকে আয়ঃ


Instant Articles হচ্ছে ফেইসবুক এর মোবাইল Publishing টুল। যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ব্লগের ডিজাইনকে কাষ্টমাইজ করে অপটিমাইজ করার মাধ্যমে দ্রুততম সময়ে লোড নেওয়া হয়। অপটিমাইজ করার ক্ষেত্রে ফেইসবুক Instant Articles ওয়েবসাইটের ডিজাইনকে কোন গুরুত্ব না দিয়ে শুধুমাত্র আর্টিকেল গুরুত্ব দিয়ে একটি ব্লগ বা ওয়েবসাইটের কনটেন্ট দ্রুত লোড নিতে সাহায্য করে।



ফেসবুক পণ্য বিক্রি করে আয়:


আপনার ফেসবুক পেইজে যদি অনেক ফলোয়ার থাকে আপনি সহজেই আপনার প্রোডাক্ট সবার কাছে বিক্রি করতে পারবেন। উদাহরণ স্বরূপ আপনার পেজ যদি জনপ্রিয় হয় তাহলে আপনি আপনার পেজ এর নামে কিছু t-shirt তৈরি করে সেটি উচ্চমূল্যে আপনার ফেসবুক ফলোয়ার দের কাছে বিক্রি করে মাসে ভালো মানের টাকা আয় করতে পারবেন। এছাড়াও ফেসবুক মার্কেটপ্লেস এর মাধ্যমেও আপনার পণ্য বিক্রি করতে পারবেন। ফেসবুক থেকে আয় করার সহজ উপায়



ফেসবুক পেইজ বিক্রি করে আয়ঃ


অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে ফেসবুক পেজের অনেক গুরুত্ব রয়েছে। আপনার কাছে ভালোমানের ফেসবুক পেজ থাকলে বিভিন্ন অনলাইন মার্কেটিং কোম্পানির কাছে আপনার ফেসবুক পেজটি বিক্রি করে ফেসবুক থেকে টাকা আয় করতে পারেন। সাধারণ এক লক্ষ Like থাকা একটি ফেসবুক পেজ এক লক্ষ টাকার চাইতে অধিক দামে বিক্রি করা যায়। আপনার ফেসবুক পেজ যদি জনপ্রিয় হয় তাহলে আরো বেশি দামে বিক্রি করতে পারবেন বিভিন্ন ইকমার্স প্রতিষ্ঠান আপনার পেজ কেনার আগ্রহ প্রকাশ করবে আপনার ইচ্ছা মত দাম বলে বিক্রি করতে পারবেন।



অ্যাফিলিয়েট মার্কেটিং করে ফেসবুক থেকে আয়ঃ


অন্যের প্রোডাক্ট বিক্রি করে বিক্রয়ের উপর কমিশন নিয়ে অনলাইন থেকে আয় করাকে সহজ ভাষায় অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়। অনলাইনে প্রোডাক্ট বিক্রি বলতে এখন শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্টকে না বুঝিয়ে সব ধরনের প্রোডাক্টকে বুঝায়। আপনি নিশ্চয় দেখে থাকেন যে, Amazone, shope up reseller, BD Shop এর মত আরো বিভিন্ন ধরনের অনলাইন মার্কেট থেকে মানুষ এখনো নিয়মিত প্রোডাক্ট কিনে থাকে। আপনি চাইলে এ ধরনের মার্কেটপ্লেসগুলোতে একটি একাউন্ট খোলে খুব সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পঅ্যাফিলিয়েট মার্কেটিং একটি জনপ্রিয় আয় করার মাধ্যম। বাংলাদেশের অনেক ফেসবুক পেজ এর মাধ্যমে আয় করে থাকে।



ফেসবুকে টাকা আয় করার জন্য আমার প্রথমে কি করা উচিৎ?


আপনি নিশ্চয়ই দেখছেন অনেকেই ফেসবুকে বুস্ট করে প্রচুর টাকা ইনকাম করছে। তাই আমার পরামর্শ হলো আপনি প্রথমে ফেসবুকে কিভাবে বুস্ট করতে হয় তা শিখুন। তারপর নিজের একটি অপ্টিমাইজড প্রোফাইল এবং পেজ তৈরি করুন। নিজের পেজ এবং আপনার দু-একজন বন্ধুর পেজ বুস্ট করে ভালো রেজাল্ট নিয়ে আসুন। যেগুলো দেখিয়ে আপনি কাজ পেতে পারেন।



ফেসবুক মার্কেটিং ম্যানেজার হিসেবে দেশীয় কোম্পানিতে কিভাবে কাজ পাবো?


দেশি কোম্পানিতে কাজ পেতে হলে সবার আগে প্রয়োজন আপনার এক্সপেরিয়েন্স। এজন্য আপনি স্বল্প সার্ভিস চার্জ নিয়ে মানুষের পেজ বুস্ট করে নিজের পোর্টফোলিও তৈরি করুন। চাকরির ওয়েবসাইট গুলোতে আপনি এই বিষয়ে প্রচুর চাকরির নিয়োগ দেখতে পাবেন। নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করতে আপনার কয়েকটি সফল বুস্টিং এর ডাটা ই যথেষ্ট।



ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করুন:


যদি আপনার কাছে এমন একটি ফেসবুক গ্রুপ রয়েছে যেটাতে প্রচুর members বা followers আছে, তাহলে অবশই সেই গ্রুপ থেকে ভালো পরিমানে ইনকাম করা সম্ভব।


এমনিতে ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করার জন্য আপনার গ্রুপ এর জনপ্রিয়তা কতটা অধিক সেটা হলো মূল বিষয়।


Facebook group থেকে টাকা আয় করার জন্য সবচে প্রথমে আপনাকে নিজের Facebook account থেকে একটি Group তৈরি করতে হবে।

এবার, গ্রুপে নিয়মিত মজার কনটেন্ট পোস্ট করতে থাকতে হবে এবং কমেও ১০ হাজার active members জোগাড় করতে হবে।


নিজের group এর members দের সব সময় গ্রুপে active রাখার চেষ্টা করতে হবে।


এর জন্য, questions, blog post, images, videos বা polls ইত্যাদির ব্যবহার করা উচিত।


এখন, এক বার আপনার গ্রুপ জনপ্রিয় হয়ে দাঁড়ালে এবং সেখানে কমেও ১০ হাজার followers হয়ে গেলে, আপনি এই উপায় গুলো ব্যবহার করে টাকা আয় করতে পারবেন।


  • Paid surveys গুলোর মাধ্যমে।

  • Sponsored content গুলো publish করে।

  • আপনি নিজের product/book/services ইত্যাদি বিক্রি করতে পারবেন।

  • Affiliate marketing এর মাধ্যমে।

  • নিজের group বিক্রি করে।

  • Group থেকে বিভিন্ন blogs বা YouTube channel গুলোতে traffic বিক্রি করিয়ে।




ফেসবুক থেকে টাকা আয় করার উপায়
ফেসবুক থেকে টাকা আয় করার উপায়
ফেসবুক থেকে টাকা আয় করার উপায়
ফেসবুক থেকে টাকা আয় করার উপায়
ফেসবুক থেকে টাকা আয় করার উপায়
ফেসবুক থেকে টাকা আয় করার উপায়
ফেসবুক থেকে টাকা আয় করার উপায়
ফেসবুক থেকে টাকা আয় করার উপায়
ফেসবুক থেকে টাকা আয় করার উপায়
Md. Bisshas Prodhan

Hello! My name is Md. Bisshas Prodhan. I am a student and sometimes I was writing blog. My site newsroms24.blogspot.com . If you want a professional content writer please contact me.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ad