পোড়া ক্ষতের প্রাথমিক চিকিৎসা

 


পোড়া ক্ষতের প্রাথমিক চিকিৎসা ; পোড়া ক্ষত সাড়ানোর উপায়



কোথাও হঠাৎ অগ্নি দুর্ঘটনা ঘটলে প্রথমে পুড়ে যাওয়া অংশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পুড়ে যাওয়ার স্থানে ক্রিম ব্যবহার করা যেতে পারে এতে জ্বালাপোড়া কমবে।


পুড়ে গেলে প্রথমে যা করতে হবে


পুড়ে গেলে প্রথম কাজ হলো, পুড়ে যাওয়ার উৎস থেকে সরে যাওয়া। ঘরে, কর্মক্ষেত্রে বা যেকোনো জায়গায় আগুন লেগে গেলে পানি দিয়ে আগুন নেভাতে হবে। পর্যাপ্ত পানি পাওয়া না গেলে পুরু কম্বল বা পুরু কাঁথা দিয়ে চেপে আগুন নেভাতে হবে। বিদ্যুতায়িত হলে দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। শরীরে আগুন লেগে গেলে মাটিতে গড়িয়েও আগুন নেভানো সম্ভব। এরপর যা করতে হবে, তা হলো আহত স্থানে প্রচুর পানি ঢালা। আক্রান্ত স্থানটি প্রবহমান পানিতে (ট্যাপের পানি) ৩০ থেকে ৪৫ মিনিট রাখতে হবে। এরপর পরিষ্কার, সুতি কাপড় দিয়ে আক্রান্ত স্থানটি ঢেকে নিয়ে হাসপাতালে যান। আক্রান্তকে বারবার পানি বা স্যালাইন পান করতে দিন। হাত কিংবা পা পুড়ে গেলে আক্রান্ত হাত কিংবা পা যতটুকু সম্ভব, কম নাড়াচাড়া করতে হবে। যেমন পায়ের কোনো অংশ পুড়ে গেলে রোগীকে বসিয়ে বা শুইয়ে প্রাথমিক চিকিৎসা দিতে হবে এবং এ ক্ষেত্রে হাসপাতালে নেওয়ার সময়ও রোগীকে হাঁটিয়ে নেওয়া উচিত নয়।



পোড়া ক্ষত সাড়ানোর উপায়



প্রথমেই শরীরের পুড়ে যাওয়া স্থানে প্রচুর ঠাণ্ডা পানি দিতে হবে। হাত-পা পুড়ে গেলে বালতির ঠাণ্ডা পানিতে ডুবিয়ে বসে থাকুন অন্তত ১০-১৫ মিনিট।


২. আগুন নেভাতে কম্বলের ব্যবহার করা যায়। কিন্তু তারপর আর ব্যবহার করা উচিত নয়। কোনো ধরনের ক্রিম, ওষুধ বা কোনো ময়েশ্চারাইজার পোড়া জায়গায় লাগাবেন না। এতে বিপদ আরো বাড়ে।


৩. হাতের চুড়ি, আংটি যত দ্রুত সম্ভব খুলে নিতে হবে। মুখ ও হাত পুড়ে গেলে বাড়িতে চিকিৎসা না করিয়ে অবশ্যই হাসপাতালে নিয়ে যান।


৪. হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের বিছানায় ঘরের পাতলা, নরম, পরিচ্ছন্ন কাপড় বিছিয়ে তার উপর রোগীকে শুইয়ে দিন।



পোড়া ক্ষত সাড়ানোর ঘরোয়া উপায়



বেশি পুড়ে গেলে হাসপাতালে যেতে হয়; কিন্তু অল্পগু পুড়ে গেলে ঘরোয়া কিছু চিকিৎসায়ই ভালো হওয়া সম্ভব। এ ধরনের চিকিৎসা সহজলভ্য। উপাদানগুলো বাসাবাড়িতেই পাওয়া যায়।



অ্যালোভেরা প্রয়োগ: পুড়ে গেলে, অ্যালোভেরার রসাল পাতা নিয়ে তার সবচেয়ে পুরু অংশের, দুই পাশের সবুজ খোসা ছড়িয়ে নিংড়ে সামান্য জেল বের করতে হবে। এই জেল পোড়া অংশে লাগিয়ে আঙুল দিয়ে হালকাভাবে ঘষলে ব্যথা সেরে যাবে। দিনে দুইবার করে কয়েক দিন অ্যালোজেল মাখলে ঘা আস্তে আস্তে শুকিয়ে আসে এবং পোড়া চামড়া তার আগের রং ফিরে পায়। এ জন্য বাসায় অ্যালোভেরা গাছ থাকলে তা বিভিন্নভাবে উপকারে আসতে পারে।



ভিনেগার প্রয়োগ:পোড়ার চিকিৎসায় ভিনেগার চমৎকার কাজ করে। ভিনেগার  ফোলা ও ব্যথা কমায় এবং জীবাণুনাশক হিসেবে কাজ করে। সমপরিমাণ পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে, তাতে ভাঁজ করা কাপড় ভিজিয়ে জলপট্টির মতো বারবার লাগাতে হয়। বুকে বা পিঠে কোথাও পুড়ে গেলে একটা সুতি কাপড়ের টি-শার্ট ওই ভিনেগারের পানিতে ভিজিয়ে পরিধান করলে জ্বালাপোড়া কমে গিয়ে অনেকটা আরাম পাওয়া যায়। যেকোনো ধরনের ভিনেগার আগুনে বা গরম পানিতে পোড়ায় ব্যবহার করা যায়।



বেকিং সোডা: জীবাণুনাশক বৈশিষ্ট্য থাকায় বেকিং সোডা ক্ষত স্থানকে সংক্রমিত হতে দেয় না। এটি ত্বকের স্বাভাবিক পিএইচ ধরে রাখতে পারে, ফলে পুড়ে যাওয়ার ব্যথা ও যন্ত্রণা দ্রুত কমে যায়। ১ টেবিল চামচ বেকিং সোডা ১/২ টেবিল চামচ পানিসহ ব্লেন্ড করে নিন। পেস্টটি সরাসরি ক্ষত স্থানে লাগান।




পোড়া স্থানে যা ব্যাবহার করা যাবে না


প্রাথমিক অবস্থায় আক্রান্ত স্থানে স্বাভাবিক তাপমাত্রার পানি ছাড়া অন্য কিছুই ব্যবহার করবেন না। ঠান্ডা পানি, বরফ, কুসুম গরম পানি—কোনোটাই পুড়ে যাওয়া স্থানের জন্য উপযোগী নয়। খুব ঠান্ডা পানি দিলে আক্রান্ত স্থানের কোষগুচ্ছ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ে।


ভিত্তিহীন তথ্যের ওপর নির্ভর করবেন না। বাড়িতে নিজেরা বুদ্ধি করে কিংবা কারও কথায় প্ররোচিত হয়ে লবণ মেশানো পানি, ভাতের মাড়, তেল, টুথপেস্ট, ডিম—এ রকম কোনো কিছুই প্রয়োগ করা যাবে না।


কাপড় বা কোনো কিছু দিয়ে আক্রান্ত স্থান বাঁধবেন না।


আক্রান্ত স্থানে সিলভার সালফাডায়াজিন মলম প্রয়োগ করা যায়, কিন্তু এ ছাড়া অন্য কোনো মলম, জেলি, মধু—কোনো কিছুই ব্যবহার করা যাবে না। কপালে, চোখের কাছে সিলভার সালফাডায়াজিন মলম প্রয়োগ করার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে; খুবই হালকাভাবে মলমটি লাগাতে হবে যাতে তা চোখে না চলে যায়।


টীকা: ডাক্তারের পরামর্শ ব্যতীত এগুলো ব্যাবহার করবেন না।


পোড়া জায়গার প্রাথমিক চিকিৎসা পোড়া ক্ষতের চিকিৎসা আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসা আগুনে পোড়ার হোমিও চিকিৎসা আগুনে পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা পুড়ে গেলে কি করতে হবে ক্ষত বা ঘায়ের এর চিকিৎসা পোড়া দাগ দূর করার ক্রিম আগুনে পোড়া দাগ দূর করার উপায় অগ্নিদন্ধের চিকিৎসায় তেলাপিয়া পোড়া জায়গার প্রাথমিক চিকিৎসা পোড়া ক্ষতের চিকিৎসা আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসা আগুনে পোড়ার হোমিও চিকিৎসা আগুনে পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা পুড়ে গেলে কি করতে হবে ক্ষত বা ঘায়ের এর চিকিৎসা পোড়া দাগ দূর করার ক্রিম আগুনে পোড়া দাগ দূর করার উপায় অগ্নিদন্ধের চিকিৎসায় তেলাপিয়া পোড়া জায়গার প্রাথমিক চিকিৎসা পোড়া ক্ষতের চিকিৎসা আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসা আগুনে পোড়ার হোমিও চিকিৎসা আগুনে পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা পুড়ে গেলে কি করতে হবে ক্ষত বা ঘায়ের এর চিকিৎসা পোড়া দাগ দূর করার ক্রিম আগুনে পোড়া দাগ দূর করার উপায় অগ্নিদন্ধের চিকিৎসায় তেলাপিয়া পোড়া জায়গার প্রাথমিক চিকিৎসা পোড়া ক্ষতের চিকিৎসা আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসা আগুনে পোড়ার হোমিও চিকিৎসা আগুনে পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা পুড়ে গেলে কি করতে হবে ক্ষত বা ঘায়ের এর চিকিৎসা পোড়া দাগ দূর করার ক্রিম আগুনে পোড়া দাগ দূর করার উপায় অগ্নিদন্ধের চিকিৎসায় তেলাপিয়া পোড়া জায়গার প্রাথমিক চিকিৎসা পোড়া ক্ষতের চিকিৎসা আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসা আগুনে পোড়ার হোমিও চিকিৎসা আগুনে পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা পুড়ে গেলে কি করতে হবে ক্ষত বা ঘায়ের এর চিকিৎসা পোড়া দাগ দূর করার ক্রিম আগুনে পোড়া দাগ দূর করার উপায় অগ্নিদন্ধের চিকিৎসায় তেলাপিয়া



Copyright ©️ All Social Education

Md. Bisshas Prodhan

Hello! My name is Md. Bisshas Prodhan. I am a student and sometimes I was writing blog. My site newsroms24.blogspot.com . If you want a professional content writer please contact me.

إرسال تعليق

أحدث أقدم

ad