ফেইসবুকে প্রোফেসনাল মুড চালু করুন খুব সহজে

 

ফেইসবুকে প্রোফেসনাল মুড চালু করুন খুব সহজে



ফেইসবুকে প্রোফেসনাল মুড নিয়ে কিছু কথা বলে নেই। ফেইসবুকে প্রোফেসনাল মুড সবাইকে ফেসবুক দিবে না শুধু যাদের ফেসবুক আইডি সম্পূর্ণ করা এবং সর্বনিম্ন এক বছরের পুরনো শুধু তাদের দিবে। ফেসবুক প্রফেশনাল মুড অন করতে আপনাকে অবশ্যই আপনার প্রোফাইল সম্পূর্ণ করতে হবে। প্রোফাইল সম্পূর্ণ করে রেখে দিন ফেসবুক যদি মন করে আপনার আইডি প্রফেশনাল মুড অন করার যোগ্য তাহলে অটোমেটিক্যালি আপনার ফেসবুক প্রফেশনাল মুড অন হবে।




এবার কিছু প্রশ্ন এবং উত্তর:



প্রশ্ন-১: আমার প্রফাইলে অটোমেটিক প্রফেশনাল মুড চালু হয়েছে।সমস্যা হলো আমার প্রফাইল আগে লক করা ছিল এখনো আছে।

এখন আনলক করবো কিভাবে?  


উত্তর: আপনি এটি খুব সহজেই আনলক করতে পারবেন। প্রথমে সেটিং এ যাবেন অথবা থ্রি ডট মেনুতে যান সেখানেই দেখতে পাবেন আনলক ইউর একাউন্ট আপনি চাইলেই সেখান থেকে আনলক করতে পারবেন।



প্রশ্ন-২: ফেইসবুকে প্রোফেসনাল মুড চালু করছিলাম কিন্তু আজকে হঠাং করে অফ হয়ে গেছে এখন আর অপশন টা আসছে না। ফেইসবুকে প্রোফেসনাল মুড কি ভাবে চালু করবো? 



উত্তর: যেহেতু ফেসবুক প্রফেশনাল মুড শুধু মাত্র তাদের। দেয় যাদের ফেসবুক আইডি সম্পূর্ণ করা। আপনাকে যদি দিয়ে থাকে তাহলে আপনার আইডি সম্পূর্ণ ছিলো। পরবর্তীতে ফেসবুক মনে করেছে আপনার ফেসবুক আইডি প্রফেশনাল মুড এর জন্য যোগ্য না তাই ফেসবুক এটি অফ করে দিয়েছে। আপনি যখন আবার যোগ্য হবেন তখন ফেসবুক প্রফেশনাল মুড অন করে দিবে ফেসবুক।



প্রশ্ন-৩: Turn on Facebook professional mode, এইটা ভুলবশত আমি অফ করে ফেলেছি,

এখন এটা অন করার অপশন টা আর নাই,

এটার কি কোন সল্যুশন হবে?



উত্তর:যেহেতু ফেসবুক প্রফেশনাল মুড শুধু মাত্র তাদের। দেয় যাদের ফেসবুক আইডি সম্পূর্ণ করা। আপনাকে যদি দিয়ে থাকে তাহলে আপনার আইডি সম্পূর্ণ ছিলো। পরবর্তীতে ফেসবুক মনে করেছে আপনার ফেসবুক আইডি প্রফেশনাল মুড এর জন্য যোগ্য না তাই ফেসবুক এটি অফ করে দিয়েছে। আপনি যখন আবার যোগ্য হবেন তখন ফেসবুক প্রফেশনাল মুড অন করে দিবে ফেসবুক। আপনারটা এমনিতেই অফ করে দিত ফেসবুক। তাই আপনি টার্ন অন প্রফেশনাল মুড খুঁজে পাচ্ছেন না।



ফেইসবুকে প্রোফেসনাল মুড কি ভাবে চালু 

করব?


ফেইসবুকে প্রোফেসনাল মুড সবাইকে ফেসবুক দিবে না শুধু যাদের ফেসবুক আইডি সম্পূর্ণ করা এবং সর্বনিম্ন এক বছরের পুরনো শুধু তাদের দিবে। ফেসবুক প্রফেশনাল মুড অন করতে আপনাকে অবশ্যই আপনার প্রোফাইল সম্পূর্ণ করতে হবে। প্রোফাইল সম্পূর্ণ করে রেখে দিন ফেসবুক যদি মন করে আপনার আইডি প্রফেশনাল মুড অন করার যোগ্য তাহলে অটোমেটিক্যালি আপনার ফেসবুক প্রফেশনাল মুড অন হবে। ফেসবুক প্রফেশনাল মুড চালু করতে আপনাকে কিছু করতে হবে না। ফেসবুক নিজে থেকেই আপনাকে বেছে নিবেন এবং প্রফেশনাল মুড অন করে দিবে।



ফেইসবুকে প্রোফেসনাল মুড এর সুবিধা:


সাধারণ ফেসবুক আইডি আর প্রফেশনাল ফেসবুক আইডি এর কিছু সুবিধা আছে।


১) ফেসবুক প্রফেশনাল আইডি আপনার পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পড়বে।


২) ফেসবুক প্রফেশনাল আইডি দেখতে সম্পূর্ণ একটি প্রোফাইল টাইপ পেজ এর মত দেখতে।


৩) আপনি আপনার ফলোয়ার সংখ্যা এবং ফলোয়িং সংখ্যা দেখতে পারবেন আপনার প্রোফাইলে।


৪) আপনি খুব দ্রুত আপনার ফেসবুক ফলোয়ার সংখ্যা বাড়াতে পারবেন।




Copyright ©️ All Social Education



Md. Bisshas Prodhan

Hello! My name is Md. Bisshas Prodhan. I am a student and sometimes I was writing blog. My site newsroms24.blogspot.com . If you want a professional content writer please contact me.

إرسال تعليق

أحدث أقدم

ad