ভারতে বিশ্ব নবীর অবমাননা করায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল।
বিশ্ব নবির অপমানে যদি না কাদে তোমার মন, মুসলিম নও মুনাফেক তুমি নবিজির দুশমন।
ভারতের রাজনৈতিক নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দাল মহানবী (সাঃ) কে অবমাননা করায় বিভিন্ন দেশে ভারতের বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছে তারই মধ্যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্র ছাত্রীরা বিক্ষোভ মিছিল করে চলেছে।
আজ মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হয়।
সম্প্রতি মহানবী (সা.) ও তার পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ শীর্ষ দুই নেতা। এ নিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে।
নিরঙ্কুশ ক্ষমতা লাভের পর থেকে বিজেপির শীর্ষ নেতাদের প্রশ্রয়ে উগ্র হিন্দুত্ববাদের প্রসার ঘটেছে ভারতে। সেটাই এখন দেশটির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্যের পর পশ্চিম এশিয়াসহ মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশ প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। ভারতের রাষ্ট্রদূতকে তলবও করেছে কয়েকটি দেশ।
আমরা মুসলমান আমরা মহানবী (সাঃ) এর উম্মত মহানবীকে অবমাননা করা মানে সম্পূর্ন মুসলিম বিশ্বকে অবমাননা করা। তাই ভারতের এই কুকীর্তির জন্য সম্পূর্ন বিশ্বের কাছে মাথা নত করতে হবে।