ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে একটি বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ

 


ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে একটি বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ






ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে একটি বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কুয়েত। এরপর তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। গত শুক্রবার কুয়েতের ফাহাহিল এলাকায় জুমার নামাজের পর ওই বিক্ষোভ হয়।


একাধিক সূত্রের বরাত দিয়ে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুয়েতের আইন অনুযায়ী, প্রবাসীরা কোনো ধরনের বিক্ষোভে অংশ নিতে পারেন না। সে হিসেবে শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীরা আইন লঙ্ঘন করেছেন।


কুয়েতি সংবাদমাধ্যম আল রাইয়ের খবরে বলা হয়েছে, ইতিমধ্যে বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে। এমনকি ওই প্রবাসীরা আর কখনো কুয়েতে ফিরতে পারবেন না।



বিশ্ব নবির অপমানে যদি  না কাদে তোমার মন।

মুসলিম নও মুনাফেক তুমি নবিজির দুশমন।


#বয়কট ভারত

ভারতীয় সরকারের মুখ্যপাত্র🤜 😡 নুপুর শার্মা😡🤛 গত কয়েকদিন আগে মহানবি হযরত মোহাম্মদ (সা.)নিয়ে কটুক্তি করায়, ভারতীয় পন্য বয়কটের ডাকে উত্তাল পুরো মুসলিম বিশ্ব।

#বয়কট ভারতিয় পন্য,ডাকে সবাই সাড়া দিন।



সম্প্রতি মহানবী (সা.) ও তার পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ শীর্ষ দুই নেতা। এ নিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে।


নিরঙ্কুশ ক্ষমতা লাভের পর থেকে বিজেপির শীর্ষ নেতাদের প্রশ্রয়ে উগ্র হিন্দুত্ববাদের প্রসার ঘটেছে ভারতে। সেটাই এখন দেশটির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্যের পর পশ্চিম এশিয়াসহ মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশ প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। ভারতের রাষ্ট্রদূতকে তলবও করেছে কয়েকটি দেশ।



মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবমাননা করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ভারতের বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছে । 

Md. Bisshas Prodhan

Hello! My name is Md. Bisshas Prodhan. I am a student and sometimes I was writing blog. My site newsroms24.blogspot.com . If you want a professional content writer please contact me.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ad