এন্টিভেনম কি? এন্টিভেনম কিভাবে তৈরি হয়
এন্টিভেনাম শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটি শব্দ হলো ভেনম অন্যটি এন্টি।ভেনম শব্দের অর্থ বিষ। বিষধর সাপের বিষকে সাধারণত ভেনম বলে। এন্টি শব্দের অর্থ বিরুদ্ধ। এন্টিভেনাম শব্দের পূর্ণ অর্থ,বিষের বিরুদ্ধ।অর্থাৎ বিষের বিরুদ্ধে কার্যকর উপাদানকে এন্টিভেনাম বা এন্টিভেনিন বলা হয়।
এন্টিভেনম বা এন্টিভেনিন আবিষ্কার করেন কে?
সাপের বিষের বিরুদ্ধে কার্যকর প্রতিষেধক এন্টিভেনম আবিষ্কারের ইতিহাস বলতে গেলে সবার আগে যার নাম আসে তিনি হলেন ফ্রান্সের বিজ্ঞানী আলবার্ট ক্যালমেট।
১৮৯৬ সালে বিজ্ঞানী আলবার্ট ক্যালমেট সফলভাবে এন্টিভেনাম আবিষ্কার করেন।তার আবিষ্কৃত সেই পদ্ধতিতে এখনো বাণিজ্যিক ভাবে এন্টি ভেনম উৎপাদন করা হয়। এছাড়াও আরও অনেকে বিভিন্ন অ্যান্টি ভেনম তৈরি করেছেন। আলবার্ট ক্যালমেট সর্বপ্রথম এন্টিভেনম তৈরি করে।
এন্টিভেনাম কিভাবে কাজ করে?
এন্টিভেনাম এর প্রকারভেদ
কার্যকরিতার উপর ভিত্তি করে এন্টিভেনাম ২ প্রকার যথা- মনোভ্যালেন্ট এন্টিভেনাম ও পলিভ্যালেন্ট এন্টিভেনম।
১) মনোভ্যালেন্ট এন্টিভেনাম
যে এন্টিভেনম শুধু একটি প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে কার্যকর তাকে মনোভ্যালেন্ট এন্টিভেনম বলে।
২) পলিভ্যালেন্ট এন্টিভেনাম
যে এন্টিভেনম একাধিক প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে কার্যকর তাকে পলিভ্যালেন্ট এন্টিভেনম বলে।
এন্টিভেনাম কিভাবে তৈরি হয়:
বিষধর সাপদের থেকে বিষ সংগ্রহ করে তা নানা প্রক্রিয়াকরণে এন্টিভেনমে রূপ দেয়া হয়।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন? এই এন্টিভেনম তৈরির জন্য ঐ বিষটা ঘোড়ার শরীরে প্রয়োগ করতে হয় এবং পরবর্তীতে ঘোড়ার রক্ত সংগ্রহ করে সেখান থেকে এন্টিভেনম সংগ্রহ করা হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য ঘোড়া প্রায় ৩দিন অসুস্থ থাকে এবং পরবর্তীতে সুস্থ হয়ে উঠে। কিন্তু সাপের বিষের প্রভাবে কখনোই ঘোড়া মারা যায় না। তা একটি সাপে দংশন করুক কিংবা তার অধিক।
এন্টিভেনাম বা এন্টিভেনিন প্রস্তুতপ্রণালী
এন্টিভেনাম কয়েকটি জটিল ও ধারাবাহিক ধাপের মাধ্যমে তৈরি করা হয়। এন্টিভেনাম প্রস্তুতির ধাপগুলো
ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো।
ধাপ-১-বিষাক্ত সাপের ভেনম বা বিষ সংগ্রহ করা
যে সাপের বিষের এন্টি ভেনম তৈরি করতে হবে প্রথমে সেই সাপের বিষ সংগ্রহ করা হয়।প্রত্যেক সাপের বিষ আলাদা ধরনের তাই এক সাপের বিষের এন্টি ভেনম অন্য সাপের বিষ ধ্বংস করতে পারেনা।
একটি কাচের পাত্রের মুখে নরম কিন্তু স্থিতিস্থাপক পলিথিন কাগজ ভালোকরে আটকে নেয়া হয়। এবার সাপের মাথা ভালোকরে ধরে চাপ দিলে সাপ কামড় দেয়ার জন্য দাঁত বের করে।পলিথিন কাগজে সাপের দাঁত ঢুকিয়ে দিলে ফোঁটায় ফোঁটায় সাপের বিষ ঝরে পড়ে এবং কাচের পাত্রে জড়ো হয়।
একই সাপ হতে পূর্ণ পরিমানে বিষ পাওয়ার জন্য এক সপ্তাহ বিরতি দিতে হয়। অর্থাৎ এদের বিষথলী পূর্ণ হতে এক সপ্তাহ সময় লাগে। সাপের বিষ সংগ্রহ করা খুবই ঝুঁকিপূর্ণ কাজ।এসময় সাপের কামড় খাওয়ার সম্ভাবনা খুব বেশি।
জংলী সাপের বিষ থেকেই পূর্বে বিষ সংগ্রহ করা হত। কিন্তু ব্যাপক চাহিদার কারনে বর্তমানে বিভিন্ন দেশে সাপ পোষা হয়।বিষ সংগ্রহের জন্য সাপের খামার গড়ে উঠেছে বিভিন্ন দেশে।
ধাপ-২- ভেনম বা বিষ ফ্রিজিং করা
মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমিয়ে ফেললে বিষ থেকে জলীয় অংশ আলাদা হয়ে যায় এবং সাপের বিষ গুড়ো পাউডারে রূপান্তরিত হয়। একটি সাপ থেকে খুব অল্প পরিমান পাউডার পাওয়া যায়।সাপের বিষের গুড়ো সোনার চেয়ে মূল্যবান।১গ্রাম সোনার দাম ৪০-৪৫ ডলার কিন্তু ১গ্রাম শুষ্ক সাপের বিষের দাম প্রায় ৩৫০ডলার। তাপমাত্রায় জমিয়ে ফেললে বিষ থেকে জলীয় অংশ আলাদা হয়ে যায় এবং সাপের বিষ গুড়ো পাউডারে রূপান্তরিত হয়। একটি সাপ থেকে খুব অল্প পরিমান পাউডার পাওয়া যায়।সাপের বিষের গুড়ো সোনার চেয়ে মূল্যবান।১গ্রাম সোনার দাম ৪০-৪৫ ডলার কিন্তু ১গ্রাম শুষ্ক সাপের বিষের দাম প্রায় ৩৫০ডলার।
ধাপ-৩: ভেনম বা বিষ ঘোড়ার শরীরে প্রয়োগ করা
ঘোড়ার শরীরে প্রয়োগ করে ৩-৪ দিন পর্যবেক্ষণ করে দেখা হয় যদি ঘোড়াটি সুস্থ থাকে তাহলে ভেনম কাজ করে যদি ঘোড়াটি অসুস্থ হয়ে যায় তাহলে অন্টিভেনোম কাজ করবে না।
ধাপ-৪: ঘোড়ার রক্ত থেকে এন্টিভেনাম আলাদাকরণ
এবার যদি ঘোড়াটি সুস্থ থাকে তাহলে ঘোড়ার রক্ত থেকে অ্যান্টি ভেনম আলাদা করে পরিশুদ্ধ পক্রিয়ার মাধ্যমে মানুষের জন্য ব্যাবহার উপযোগী করে তৈরি করা হয়।
এন্টিভেনম এর দাম
এন্টি ভেনমের প্রতি ফাইলের দাম প্রায় ১০০০ টাকা।বাংলাদেশে প্রাপ্ত সকল এন্টিভেনম ভারত থেকে আমদানি করা হয়। তবে শিঘ্রই বাংলাদেশেই এন্টিভেনাম প্রস্তুত করা হবে। সাধারণত একজন সাপেকাটা রোগির জন্য ৫-১০টি এন্টিভেনাম এর ভায়াল প্রয়োজন হয় তবে জটিল অবস্থার ক্ষেত্রে ২০ ভায়াল লাগতে পারে। যেহেতু বাংলাদেশে এখনো অ্যান্টি ভেনম তৈরি করা হয় না তাই অ্যান্টি ভেনম এর দাম একটু বেশি হয়।
এন্টিভেনম কি?
কিভাবে এন্টিভেনম কাজ করে?
সাপের বিষের প্রতিষেধক কোনটি?
এন্টিভেনম কিভাবে তৈরি করে?
এন্টিভেনমের দাম কত?
এন্টিভেনম এর আবিষ্কার কে করে?
এন্টিভেনম কিভাবে তৈরি হয়
Copyright ©️ All Social Education