পদ্মা সেতুতে কত টাকা টোল আদায় হলো আজকে

 


পদ্মা সেতুর আজকের টোল কত ?



পদ্মা সেতু আমাদের দেশের অর্থৈতিক খাতকে আরও উন্নত করবে এটি আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে কত টাকা টোল জমা হয়েছে আজকে সেটি জানা যাবে টোল কর্তপক্ষের কাছে। টোল কর্তপক্ষ আমাদের জানাতে পারে পদ্মা সেতুর প্রথম দিনে কত টাকা টোল আদায় হয়েছে। পদ্মা সেতুতে ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে  নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা টোল দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৮টি গাড়ি ছিল। প্রধনমন্ত্রী শেখ হাসিনা সর্ব প্রথম পদ্মা সেতুতে টোল জমা দেয়।


পদ্মা সেতুর আজকের টোল:

পদ্মা সেতুতে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫ হাজার ২০০ যানবাহন পারাপার, ৮২ লাখ ১৯ হাজার টাকা টোল আদায়।




পদ্মা সেতুতে কত টাকা টোল দিতে হবে



পদ্মা সেতু পার হতে টোল হার ২০২২


  1. মোটর সাইকেলের জন্য টোল দিতে হবে ১০০ টাকা;

  2. ছোট ট্রাকের জন্য (৫ টন পর্যন্ত) ১,৬০০ টাকা;

  3. মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২,১০০ টাকা;

  4. মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ২,৮০০ টাকা;

  5. বড় ট্রাক (তিন এক্সেল পর্যন্ত) ৫,৫০০ টাকা;

  6. টেইলারের জন্য ৬,০০০ টাকা;

  7. কার ও জিপের জন্য ৭৫০ টাকা;

  8. মাঝারি বাসের টোল দু’হাজার টাকা;

  9. বড় বাসের জন্য ২,৪০০ টাকা;

  10. মাইক্রোবাস ১,৩০০ টাকা;

  11. নিবাসের জন্য ১,৪০০ টাকা টোল দিতে হবে।




পদ্মা সেতুতে কত টাকা টোল আদায় হলো আজকে 




আজকে যেহেতু প্রথম দিন তাই আমরা বলতেই পারি উৎসুক জনতার ভিড় বেশি আর ভিড় বেশি হলে টোল আদায় বেশি হবে। সকাল থেকে দেখা যায় পদ্মার পারে। উৎসুক জনতার ভিড় জমা হয়েছে টোল দিয়ে তারা পদ্মা সেতু পর হবে। এটি আসলে বাঙালির সপ্নের পদ্মা সেতু যেটা বাংলাদেশের মানুষের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে। আমরা আমাদের পদ্মা সেতু নিয়ে গর্বিত।



কিছুদিন আগেও বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন অর্থ সরবরাহ বন্ধ করে দিয়েছিল বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে তারা নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করতে পারে।




আমার টাকায় আমার সেতু

বাংলাদেশের পদ্মা সেতু।

Md. Bisshas Prodhan

Hello! My name is Md. Bisshas Prodhan. I am a student and sometimes I was writing blog. My site newsroms24.blogspot.com . If you want a professional content writer please contact me.

إرسال تعليق

أحدث أقدم

ad