ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বিল প্রদানের নিয়ম

 


ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বিল প্রদানের নিয়ম



ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহনেচ্ছু শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর স্মারক নম্বর: ১০৪/উ:মা পরী:/২০১৭/১১০৮ তারিখ: ৩০/০৫/২০২২ খ্রি. মোতাবেক এইচএসসি পরীক্ষা- ২০২২ এর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম আগামী ০৮/০৬/২০২২ হতে ২২/০৬/২০২২ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। সে লক্ষ্যে আগামী ১২/০৬/২০২২ হতে ২০/০৬/২০২২ তারিখের মধ্যে ফরম পূরণের নির্ধারিত ফি "বিকাশ Education fee" বা "নগদ Bill Pay" এর মাধ্যমে পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। আগামী ২১/০৬/২০২২ খ্রি. তারিখে ফরম পূরণকৃত শিক্ষার্থীদের ফরম পূরণের বিবরণীর প্রিন্ট কপিতে স্বাক্ষর গ্রহণ করা হবে। নির্ধারিত তারিখের মধ্যে ফরম পূরণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হলো।





ফরম পূরণ ফি জমাদান প্রক্রিয়া:


ধাপ ১: Bkash App অথবা Nagad appt Login করতে হবে।



ধাপ ২: বিকাশ See more বা নগদ Bill Pay সিলেক্ট করতে হবে;


ধাপ ৩: Education fee সিলেক্ট করতে হবে।


ধাপ ৪: Bhawal Badre Alam Govt. College সিলেক্ট করতে হবে,


ধাপ ৫। রেজিস্ট্রেশন নম্বর এন্ট্রি দিতে হবে।


ধাপ ৬ঃ Bkash App অথবা Nagad app ব্যবহারকারীর PIN নম্বর দিয়ে Confirm করতে হবে।




ফরম পুরণ সংক্রান্ত সতর্কতা:


১। কলেজের নির্ধারিত “বিকাশ Education fee" বা "nagad Bill Pay " ব্যতীত অন্য কোনোভাবে ফরম পূরণের ফি পরিশোধ করা যাবে না। 


২। কলেজ কর্তৃক নির্ধারিত ফরম পূরণের ফি পরিশোধ ব্যতীত ফরম পূরণ নিশ্চয়ন (Confirm) হবে না।


 ৩। ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া অন-লাইনে সম্পাদিত হবে। শুধুমাত্র আগামী ২১/০৬/২০২২ খ্রি. তারিখে ফরম পূরণের বিবরণীর প্রিন্ট কপিতে স্বাক্ষরের জন্য শিক্ষার্থীদেরকে কলেজ ক্যাম্পাসে হাজির থাকতে হবে।



Copyright ©️ All Social Education

Md. Bisshas Prodhan

Hello! My name is Md. Bisshas Prodhan. I am a student and sometimes I was writing blog. My site newsroms24.blogspot.com . If you want a professional content writer please contact me.

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

ad