পরীক্ষায় ভালো রেজাল্ট করার সহজ উপায় || কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় || কম পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়

 


পরীক্ষায় ভালো রেজাল্ট করার সহজ উপায় || কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় || কম পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়


পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রতি সপ্তাহে কিংবা মাসে নিজেকে যাচাই করুন। আপনি যা যা শিখলেন তার উপর পরীক্ষা দিন। এর ফলে আপনার আত্মবিশ্বাস তৈরি হবে এবং পূর্বের পড়াগুলো মনে থাকবে। পরীক্ষা দেয়া কালীন সময় নির্দিষ্ট করে নিন, এটা আপনাকে পরীক্ষা ভীতি দূর করবে। মনে রাখবেন যত বেশি পরীক্ষা দিবেন ততো বেশি আপনার নিজের উপর নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।


পরীক্ষায় ভালো রেজাল্ট করার ১০ টি সহজ উপায়


সরাসরি পড়তে না বসে আগে ভেবে নিন কোন বিষয় পড়বেন তারপর ঠিক করে ধীরে ধীরে পড়া শুরু করুন এতে আপনার পড়ার ইচ্ছা বৃদ্ধি পাবে।


১) ক্লাস লেকচার ফলো করা:

ক্লাসে নিয়মিত উপস্থিত হতে হবে ও মনোযোগ দিয়ে লেকচার শুনতে হবে। কেননা পরীক্ষায় কি আসবে বা কি আসতে পারে তা নিয়ে শিক্ষকরা ক্লাসেই কিছু না কিছু ধারণা দিয়ে থাকেন। এছাড়া কঠিন বিষয়গুলো ক্লাসেই শিক্ষকের কাছ থেকে বুঝে নিলে তা অনেকদিন পর্যন্ত মনে থাকে। তাই নিয়মিত ক্লাস লেকচার ফলো করলে পরীক্ষার প্রস্তুতি নেয়া সহজ হয়।


বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করার উপায়


২) নোট তৈরী করা:

নোট করে পড়া ভাল ফলাফলের জন্য বেশ কার্যকর। ভাল নোট পাঠে মনোযোগ বাড়ায় এবং পাঠকে আকর্ষণীয় করে তুলে। তাছাড়া নোট করলে পরীক্ষার আগেই একবার বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করা যায়। এতে প্রস্তুতি নিতে বেশ সুবিধা হয়।


৩) পড়ার জিনিস গুছিয়ে রাখা

নোট, কলম, পেন্সিল এসব খুঁজতে সময় নষ্ট হলে পড়ার ইচ্ছে অনেকটাই কমে যায়। ভালো শিক্ষার্থীরা সবসময় পড়ার জিনিস গুছিয়ে রাখে যাতে খুঁজতে সময় ব্যয় না হয়। এতে পড়াশোনা অনেকটাই সহজ হয়ে যায়।


অনার্স ভালো রেজাল্ট করার উপায়


৪) দ্রুত পড়ার অভ্যাস করা

দ্রুত পড়ার অভ্যাস গড়ে তুললে কম সময়ে অনেক বেশি পড়া যায়। প্রথম একটি বইয়ের সুচিপত্র পড়ে আপনি বুঝতে পারবেন বইটি কী বিষয়ের ওপরে লেখা। এরপর বইটি দ্রুত পড়ে নিতে পারেন।


৫) সময় ভাগ করে নেয়া

অ্যাসাইনমেন্ট শেষ করার জন্য সময়কে বিভিন্ন ভাগে ভাগ করে নিন। অ্যাসাইনমেন্ট জমা দেবার শেষ তারিখটা জেনে নিয়ে পুরো অ্যাসাইনমেন্টটি বিভিন্ন ভাগে ভাগ করে নিন। একদিন বিষয়টি নিয়ে রিসার্চ করুন, আরেকদিন লিখে ফেলুন, আবার একদিন সহপাঠিকে দিয়ে রিভিউ করিয়ে নিন।


ইংরেজিতে ভালো রেজাল্ট করার সহজ উপায়


৬) গাইড বই কম পড়া

সবচেয়ে গুরত্বপূর্ণ হলো আপনি গাইড বই কম পড়ার চেষ্টা করবেন গাইড বই না পড়ে বোর্ড বই খুব ভালো ভাবে পড়বেন দেখবেন বোর্ড বই থেকে সবকিছু কমন পড়বে। গাইড বই আপনার পড়ার সাহায্য করবে। কঠিন বিষয় গুলো গাইড দেখবেন।


৭) সম্পূর্ণ গল্প না পড়ে সারাংশ পড়া 

 যদি মনে করো যে তোমার পরীক্ষা একেবারে কাছে চলে এসেছে কিন্তু তোমার পড়ার সময় কম তাহলে তুমি এই কাজটি করতে পারো। কারন একটি গল্প পড়তে অনেক সময় প্রয়োজন হয় কিন্তু তুমি সেই সময় এই গল্পের সারাংশ টি যদি বলতে পারো তাহলে গল্প সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে।


পরীক্ষায় a+ পাওয়ার উপায়


৮) ছোটখাটো একটি রুটিন তৈরি করা 

 সারাবছর কখনোই পড়ালেখা করো নাই। শুধু আড্ডা দিয়েছে এবং মজা করেছ কিন্তু তোমার পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি এখনও ভালমত নেও নি। যদি এরকমই হয়ে থাকে তাহলে এখনই তুমি তোমার পরীক্ষার যত দিন বাকি রয়েছে সেদিনগুলো হিসাব করো। এবং একটি রুটিন তৈরি করে নাও।


৯) ভালো প্রাইভেট টিউশনে ভর্তি হওয়া

একজন ভালো প্রাইভেট টিউটর আপনার পড়াশোনার জন্যে অত্যন্ত প্রয়োজনীয়। রেজাল্ট ভালো করতে গেলে একজন ভালো মেন্টর বা গাইডের দরকার আছে। 

আপনার হোম টিউটর একজন অভিজ্ঞ মানুষ যিনি বছরের পর বছর আপনার মতো অনেক স্টুডেন্টদের পড়াচ্ছেন।

না পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়

যার ফলে, আপনার পড়াশোনা নিয়ে কোনো রকম সংশয় দেখা দিলে, আপনার প্রাইভেট টিউটর আপনাকে সাহায্য করতে পারবেন। একজন আদর্শ প্রাইভেট টিউটরের লক্ষ্য থাকে আপনাকে পড়াশোনার সময় ভালোভাবে গাইড করার।এতে যাতে, আপনি ভালো করে পড়াশোনা করে দারুণ রেজাল্ট করতে পারেন।


চাকরি পরীক্ষায় ভালো করার উপায়

১০) ৮ ঘণ্টার বেশি ঘুমানো

পড়ালেখার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ঘুমানো উচিত। কেননা পড়ালেখা করলে মস্তিষ্ক অনেক ক্লান্ত হয়ে পড়ে আর ক্লান্ত মস্তিষ্ককে সচল রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুমানো উচিত। না ঘুমালে খুব সহজে আপনি অসুস্থ হয়ে পড়বেন।তাই ৮ ঘণ্টার বেশি ঘুমানো উচিত।


টপারারা কিভাবে পড়াশোনা করে

সাধারণত ক্লাস টপাররা নিয়মিত পড়ালেখা করে থাকে। তারা বেশিরভাগ সময় পরে না তবে তাদের একটি রুটিন থাকে যা সবসময় মেনে চলে । আপনিও সেরকম রুটিন তৈরি করে পড়াশোনা করতে পারবেন।


পরীক্ষায় ভালো করার দোয়া

  •  আরবি উচ্চারণ👉اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا

পরীক্ষা সহজ হওয়ার দোয়া

  •  বাংলা উচ্চারণ 👉 ‘আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইঁ ইয়াসিরা।’

পরীক্ষা সহজ হওয়ার দোয়া

  •  বাংলা অর্থ 👉হে আল্লাহ! আপনি আমার হিসাব (পরীক্ষা) সহজ করে দেন



Copyright ©️ All Social Education



Md. Bisshas Prodhan

Hello! My name is Md. Bisshas Prodhan. I am a student and sometimes I was writing blog. My site newsroms24.blogspot.com . If you want a professional content writer please contact me.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ad