এইচটিএমএল ট্যাগ কি?; এইচটিএমএল (HTML) এ ফরমেটিং ট্যাগ বলতে কী বুঝায়? || HTML tag

 


এইচটিএমএল কাকে বলে?


HTML এর পূর্নরুপ হলো Hypertext Markup Language. এটি একটি মেশিন রিডেবল মার্কআপ ল্যাংগুয়েজ, যা মূলত কোন ওয়েবসাইটের Structure বা গঠন তৈরীর কাজে ব্যবহার করা হয়।


ওয়েবসাইটের এইচটিএমএল কিভাবে তৈরি করবো?


যেকেনো html page এর মূল কাঠামো ~


<!DOCTYPE html>


<html>


<head>


<title>This is website Title<title>


</head>


<body>


<p>


<! - - Design your custom website with html and css- ->


</p>


</body>


</html>


এভাবে ওয়েবসাইটের এইচটিমল করবেন। এর ভিতর আপনার ওয়েবসাইট টেক্সট লে আউট সাজানো সব এইচটিএমল ও সিএসএস ও জাভাস্ক্রিপ্ট ডেলে দিবেন।


এইচটিএমএল ট্যাগ কি?


এইচটিএমএল একটি কম্পিউটারের (Language) ভাষা, যা ওয়েবসাইট তৈরি করতে ব্যবহৃত হয়, এইচটিএমএল অনেক ধরণের Tag মিলিয়ে তৈরি , এইচটিএমএল 1980 সালে Tim Berners-Lee (টিম বার্নার্স-লি) দ্বারা নির্মিত হয়েছিল।



Internet এর শুরুতে ,এইচটিএমএল এর দ্বারা একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, তবে এখন অনেকগুলি computer ভাষা রয়েছে যা আপনি একটি ওয়েবসাইট, blog তৈরি করতে ব্যবহার করতে পারেন।



আসলে আমরা যখনি কোনো ওয়েবসাইট এ visit করি সেখানে যে পেজ টি আমরা সামনে দেখতে পাই আসলে পিছনে অনেক HTML TAG এর দ্বারা বানানো হয়।



এইচটিএমএল দিয়ে একটি Website হয়ে যাওয়ার পর, যে কেউ ইন্টারনেটের মাধ্যমে সেই ওয়েবসাইটটি দেখতে পারেন।



খুব সহজে এইচটিএমএল শিখুন


আপনি চাইলে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখে এইচটিএমএল শিখতে পারেন। তবে এইচটিএমএল যেহেতু সম্পূর্ণ লেখার উপর নির্ভরশীল, তাই আপনি যখন ভিডিও গুলো দেখবেন আপনার বোরিং মনে হবে।


আপনি চাইলে আপনার উইন্ডোজ এর নোট প্যাড ব্যবহার করেও এইচটিএমএল লিখতে পারবেন। তবে এইচটিএমএল লেখার জন্য আলাদা কিছু সফটওয়্যার (যেমন: Atom, Sublime Text Editor, VS Code ইত্যাদি) থাকে, সেগুলো ব্যবহার করাই ভালো। কারণ এগুলোতে কিছু ফিচার থাকে, যেগুলো আপনার এইচটিএমএল এক্সপেরিমেন্টসকে আরও সহজ করবে। (source google)



এইচটিএমএল (HTML) এ ফরমেটিং ট্যাগ বলতে কী বুঝায়?


এইচটিএমএল (HTML) এ ফরমেটিং ট্যাগ বলতে ওয়েব পেইজে লেখাকে বিভিন্নভাবে উপস্থাপন করার ট্যাগ বোঝায়। যেমনঃ <b> Bold text</b> একটি ফরমেটিং ট্যাগ যা Bold text লেখাকে বোল্ড করে দেখাবে। আবার, <i> Italic text </i> একটি ফরমেটিং ট্যাগ যা Italic text লেখাকে ইতালিক(বাঁকা) করে দেখাবে।


আরও কিছু ফরমেটিং ট্যাগ নিচে দেওয়া হলঃ



<b> Bold text </b> 

<strong> Important text </strong> 

<i> Italic text </i> 

<em> Emphasized text </em> 

<mark> Marked text </mark> 

<small> Small text </small> 

<del> Deleted text </del> 

<ins> Inserted text </ins> 

<sub> Subscript text </sub> 

<sup> Superscript text </sup>



এইচটিএমএল সিনট্যাক্স কী?



HTML হলো একটি Mark Up Language যা দিয়ে আপনি Web Page লিখতে পারবেন।


আর Syntax হলো যেকোন Language কিভাবে লিখতে হবে তার নিয়ম কানুন।


আপনি যদি কম্পিউটারের কোন Language শিখেন, তাহলে আপনাকে অবশ্যই প্রথমে ঐ Language কিভাবে লিখতে হয় মানে, তার Tags, Operators, Comments, Data Types, Condition, If..Else…, Loop etc কিভাবে লিখে তা শিখতে হবে।


একই ভাবে HTML code কিভাবে লিখতে হয় তার উপায়কেই সাধারণত HTML Syntax বলে।



আমি কীভাবে থিমফরেস্টে একটি নতুন এইচটিএমএল টেমপ্লেট তৈরি করব?



থিমফরেস্ট টেম্পলেট বিক্রি করার জায়গা, কেনাবেচা করা জায়গা টেম্পলেট তৈরি করা যায়গা না।


আর যদি থিমফরেস্টের জন্য টেমপ্লেট তৈরী করতে চান তাহলে আগে আপনাকে টেম্পলেট তৈরি করতে পারদর্শী হতে হবে তারপর থিমফরেস্ট থেকে ওদের নির্দেশিকা ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী তৈরি করতে হবে।


যদিও নতুনদের জন্য এটা একটু কঠিন ব্যাপার ।কারণ নতুনদের টেমপ্লেট বেশ কয়েকবারই আপডেট যাওয়ার পরে এপ্রুফ হয় আর যদি কপাল ভালো থাকে তাহলে একবারে অ্যাপ্রুভ হইতে পারে।


আপনি আগে এইচটিএমএল , সি এস এস, জেকুয়েরি, বুটস্ট্রাপ সহ টেম্পলেট তৈরি করার পর ভালোভাবে দক্ষতা অর্জন করুন তারপরে থিমফরেস্ট নিয়ে গবেষণা করুন .


থিমফরেস্ট টেম্পলেট বিক্রি করার জায়গা, কেনাবেচা করা জায়গা টেম্পলেট তৈরি করা যায়গা না।


আর যদি থিমফরেস্টের জন্য টেমপ্লেট তৈরী করতে চান তাহলে আগে আপনাকে টেম্পলেট তৈরি করতে পারদর্শী হতে হবে তারপর থিমফরেস্ট থেকে ওদের নির্দেশিকা ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী তৈরি করতে হবে।


যদিও নতুনদের জন্য এটা একটু কঠিন ব্যাপার ।কারণ নতুনদের টেমপ্লেট বেশ কয়েকবারই আপডেট যাওয়ার পরে এপ্রুফ হয় আর যদি কপাল ভালো থাকে তাহলে একবারে অ্যাপ্রুভ হইতে পারে।


আপনি আগে এইচটিএমএল , সি এস এস, জেকুয়েরি, বুটস্ট্রাপ সহ টেম্পলেট তৈরি করার পর ভালোভাবে দক্ষতা অর্জন করুন তারপরে থিমফরেস্ট নিয়ে গবেষণা করুন। 



এইচটিএমএল কিভাবে কাজ করে


HTML হলো একটি Mark Up Language যা দিয়ে আপনি Web Page লিখতে পারবেন।

এটি একটি মেশিন রিডেবল মার্কআপ ল্যাংগুয়েজ, যা মূলত কোন ওয়েবসাইটের Structure বা গঠন তৈরীর কাজে ব্যবহার করা হয়।


কিভাবে দ্রুত এইচটিএমএল শিখব



দ্রুত html শেখার সহজ উপায় হলো অনলাইনে বিভিন্ন ভিডিও দেখা বিশেষ করে w3school নামে একটি ওয়েবসাইট আছে যেখানে তারা html এবং অন্যান্য সুবিধা সমূহ ফ্রীতে প্রদান করে।



Copyright ©️ All Social Education

Md. Bisshas Prodhan

Hello! My name is Md. Bisshas Prodhan. I am a student and sometimes I was writing blog. My site newsroms24.blogspot.com . If you want a professional content writer please contact me.

إرسال تعليق

أحدث أقدم

ad