ব্লগিং কি? ব্লগিং থেকে কিভাবে আয় করা যায় || ব্লগিং থেকে মাসে কত টাকা আয় করা যায়।

 


ব্লগিং কি? ব্লগিং থেকে কিভাবে আয় করা যায় || ব্লগিং থেকে মাসে কত টাকা আয় করা যায়।




বাংলা ব্লগ লিখলে মাসে কত টাকা আয় করা যাবে?


বাংলায় ব্লগিং (Bangali Blogging) করে মাসে কত টাকা ইনকাম করা যায় তা জানার আগে আপনাদের কয়েকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিতে হবে । বাংলায় ব্লগিং আসলেই কি আয় করা সম্ভব, বা কি পরিমাণ আয় করা যায় তা নিয়ে ই থাকছে আজকের ব্লগ। শুরু থেকে শেষ অবদি আমার সাথে থাকুন । আশা করি আপনাকে পুরো বিষয়টি সম্পর্কে একটা কনসেপ্ট চলে আসবে।


বাংলায় ব্লগিংবাংলায় ব্লগিং (Bangla Blogging) করে মাসে কত টাকা আয় করা যায়?


আমরা অনেকেই মনে করি বাংলায় ব্লগিং (Bangali Blogging) করে কি আর তেমন ইনকাম করা যাবে। কিন্তু নিচের স্ক্রিন সর্ট টা দেখুন। এটা আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড এর কাছ থেকে নিয়েছি। সে মাত্র একটি সাইট থেকে এই ইনকাম টা করেছে। সে মাসে ১৪০০০ ডলার আয় করে|


এটা আপনার কাছে আষাঢ়ের গল্প মনে হবে। জানলে আরও অবাক হবেন যে একবার তার ১৮০০০ ডলার সহ একটি এডসেন্স একাউন্ট ডিজেবল হয়ে যায়। কোনো রকম হতাশা ছাড়া ই সে আবার কাজ শুরু করেছে । কিন্তু সে ঠিকই আবার আগের পজিশনে চলে এসেছে।


তার এই ইনকাম ছাড়া ও আরও অনেক অফসাইট বিজনেস রয়েছে যা থেওে সে আরও অনেক টাকা ইনকাম করে। তাই আশা করছি আপনি একটু হলেও ধারণা হয়েছে বাংলায় ব্লগিং করে মাসে কত টাকা আয় করা সম্ভব। তবে এই ইনকমা একদিন দুইদিনে হয় নাই । টানা ৬ বছর সে পরিশ্রম করেছে।


প্রথমে বলি ব্লগিং কি?


ব্লগিং , যেখানে আপনি আপনার পছন্দ মত যে কোন বিষয় নিয়ে আলচনা করতে পারেন। এবং তা দিয়ে যখন মানুশ হেল্প পাবে তখন আপনি আপনার ব্লগ থেকে ইনকাম করতে পারবেন।


এবার আসি কিভাবে ইনকাম করা যায়,


আপনি আপনার ব্লগে এডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।


এডসেন্স কি?


এডসেন্স হল গুগোলের একটি প্লাটফরম। যেখানে গুগল সবাই কে একটি সুযোগ করে দিয়েছে,

যে, সবাই স্বাধিনতার সাথে টাকা ইনকাম করতে পারবেন।


তবে এখানে একটা কন্ডিশন রয়েছে, যে , আপনি যে কনটেন্ট লিখবেন সেটা পুরো ইয়নিক হতে হবে।

আপনি যদি ভালভাবে লেখা লেখি করেন তবে প্রচুর ইনকাম করতে পারবেন।



কীভাবে ব্লগ লিখে টাকা উপার্জন করা সম্ভব? 


শুধু ব্লগ লিখে টাকা ইনকাম করা যায় না তার সাথে ভালো মানের কন্টেন্ট গভীর ধর্য প্রয়োজন।


তবে আশার কথা হচ্ছে যে, দিন দিন বাংলা সাইট গুলোর জনপ্রিয়তা বাড়ছে। আর এর জন্য আপনি যেটা করতে পারেন তা হল বাংলা টাইলের সাথে মেইন কিওয়াড টা ইংরেজি ব্যবহার করতে এবং আপনার কন্টেট এর ইউআরএল টা ইংরেজিতে রাখতে। এতে করে আপনার সাইটের সিপিসির আয় বাড়তে পারে। আর তার সাথে সাচ ভলিউম এর মানও বাড়বে।


তাছাড়া বাংলার সাথে ইংরেজি কিওয়াড ব্যবহার করার ফলে আপনার সাইটের এস.ই,ও কাজ ও সহজ হবে।


আবার ধরেন আপনার সাইট যদি ভাল মানের হয়ে থাকে, ভাল মানের ভিজিটর থাকে তবে আপনি লোকাল মাকেট থেকে স্পসর এড এর মাধ্যমে আয় করতে পারেন। অথাত বিভিন্ন কোম্পানীর কাছে এড স্লোট ভাড়া দিয়ে আয় করতে পারেন।


আপনি যদি এসইও র কাজ ভাল পারেন তবে আপনার বাংলা সাইট থেকে ডুফলো লিংক বা গেষ্ট পোষ্ট সেল করতে পারেন।


বাংলায় ব্লগ লিখেও টাকা উপার্জন করা সম্ভব। তবে এর জন্য সময় এবং ধর্য্য ২ টাই লাগবে। পাশাপাশি কম বেশি ইনভেষ্টমেন্টও থাকতে হবে।


আপনাকে মনে রাখতে হবে আপনি যদি একটি ব্লগ সাইট থেকে আর্নিং করতে চান তাহলে আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে। উদাহরণ স্বরুপ আমি এটা বলতে পরি যে, আপনি যদি আপনার ব্লগের আর্নিংটাকে ফলের সাথে তুলনা করেন তাহলে আপনার ব্লগ সাইটটা হলো সেই ফলের গাছ।


আপনি যদি কখনো বাস্তবে গাছ লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা জানেন যে সব জায়গাতেই গাছ লাগালে সে গাছ হয় ‍না। নিয়মিত গাছে পানি দিতে হয়, গাছের পরিচর্যা করতে হয়। তারপর নির্দিষ্ট সময় পর গাছটা আপনাকে ফল দিবে। আর যদি আপনি ভুল জায়গায় লাগান তাহলে কিছুদিন পর গ



বাংলাদেশের নামকরা ১০টি বাংলা ব্লগের নাম কী? 


একটি ব্লগ বানিয়ে তাতে কেবল আর্টিকেল লিখে আপনি কোনো ভাবেই টাকা আয় করতে পারবেননা ।


আপনার, ব্লগ থেকে টাকা আয় করার জন্য প্রথমেই প্রয়োজন হবে ব্লগে প্রচুর ট্রাফিক ও ভিসিটর দের ।


আপনার ব্লগে যখন গুগল সার্চ , সোশ্যাল মিডিয়া বা পেইড ট্রাফিক যেকোনো মাধ্যমে প্রচুর ভিসিটর আসে, কেবল তখন ব্লগ থেকে টাকা আয় করার সুযোগ হয়।


এবং, ভালো ভিসিটর বা ট্রাফিক থাকা ব্লগ একটি বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করতে পারে ।




কীভাবে ব্লগ লিখে টাকা উপার্জন করা সম্ভব? বাংলায় ব্লগ লিখলে কি পর্যাপ্ত পরিমাণে টাকা উপার্জন করা সম্ভব হবে?



একটা সময় বাংলা কন্টেন্ট দিয়ে এডসেন্স পাওয়া যেতো না। তাও অনেক বাংলা ওয়েবসাইট ছিল যেমন সামহয়্যারিন ব্লগ, টেকটিউন্স ইত্যাদি। অনেকে শখের বসে বাংলায় লেখালেখি করতেন, ব্লগিং করতেন। কিন্তু বিগত কয়েক বছর আগে গুগল থেকে বাংলা কন্টেন্ট এর জন্যও এডসেন্স দেয়া শুরু হয়, এডসেন্স থেকে আয় করার একটি জনপ্রিয় মাধ্যম হয়ে ব্লগিং। বর্তমানে অনেক টা নেশা থেকে পেশা হয়ে গেছে ব্লগিং। শুধু দেশেই নয় ইন্টারনেট এর সহজলভ্যতা আর স্মার্টফোনের প্রতুলতার ফলে বাংলা কন্টেন্ট এখন অনেক জনপ্রিয়। বর্তমানে আইটী বা, প্রোগ্রামিং এ দক্ষ


ব্লগিং করে আয়, আমরা আয় করতে চাই, সে আয় করতে কত পরিমাণ কষ্ট করতে হয় তা আমরা করতে নারাজ। মানুষ মনে করে ব্লগে লেখলে টাকা আয় আসবে শুধু আরে ভাই / বোন ব্লগ হতে আয় করতে হলে তো সে ব্লগকে আয় করার উপযোগী করতে হবে।


যদি চাকরি করতে চাইলে তো, চাকরির করার উপযোগী হতে হবে , যদি উপযোগী না হয় তাহলে চাকরি দিবে কে আপনাকে।


ব্লগিং করে আয় করতে চাইলে তো সে ব্লগকে আয় করার উপযোগী করতে হবে। কি করে করবেন ব্লগকে টাকা আয়ের উপযোগী তার জন্য আপনাকে প্রতিনিয়তি কন্টেন্ট দিতে হবে আপনার ব্লগে। ব্লগ পোস্টকে মার্কেটিং করতে হবে। 




ব্লগিং করে মাসে কত টাকা আয় করা যায়:


শুধুমাত্র আজকের এই পজিশনে আসার জন্য। তাই আপনি যদি একটি ভাল পরিমাণে ইনকাম জেনারেট করতে চান তাহলে আপনাকে ও অনেক পরিশ্রম করতে হবে। তবে সাধারণত আপনি যদি বাংলায় ব্লগিং শুরু করেন প্রতিদিন যদি আপনি ব্লগ লিখে যান তাহলে আপনি মাত্র ৫ মাসেই ভাল একটা রেজাল্ট পাবেন। তাই আমি মনে করি অন্য কেউ এর কথা কান না দিয়ে আপনি আজই বাংলায় ব্লগিং শুরু করে দিন। দেখবেন একদিন সফল হবেন ই হবেন ।



ইংরেজি কন্টেন্ট লিখে মাসে কত টাকা আয় করা যায়?



আপনি চাইলে এখন বাংলা সাইটে এডসেন্স পেয়ে টাকা উপাজন করতে পারবেন। যা কিচ্ছুকাল আগে ও ছিল অকল্পনীয়। তবে তার জন্য আপনাকে কিচ্ছু নীতিমালা আর ধেয্য ধারন করতে হবে। এর কারন হল- একটি ইংরেজি সাইট থেকে যে পরিমান টাকা আপনি আয় করতে পারবেন, সে পরিমান অথ বাংলা সাইট থেকে পাবেন না।


এর কারন হল বাংলা সাইট বা টপিক গুলোর সিপিসি খুবই কম। আবার এদের সাচ ভলিউম ও কম। খুব সাধানর ভাবে যদি আমরা চিন্তা করি, তবে দেখবেন যে আমরা কোন কিচ্ছু সাচ করতে গেলে হয় ইংরেজি ব্যবহার করি নয়তো বাংলিশ। যার ফলে বাংলা সাচ করার আগ্রহ আমাদের মধ্যে আর থাকে না।


তবে সবাই বাংলার থেকে ইংরেজিতে বেশি সার্চ করে তাই বাংলার থেকে ইংরেজিতে কন্টেন্ট লিখে মাসে অনেক টাকা আয় করা সম্ভব। গুগল এ সবাই ইংরেজিতেই সার্চ করে থাকে।


ব্লগিং নিয়ে কিছু প্রশ্ন

ব্লগিং কি? 

বাংলা ব্লগ লিখে মাসে কত টাকা আয় করা যায়?

কিভাবে ব্লগিং ভিজিটর বাড়ানো যায়?

কিভাবে ব্লগিং শুরু করতে হবে?

ব্লগ দিয়ে মাসে কত টাকা আয় করা যায়?


Md. Bisshas Prodhan

Hello! My name is Md. Bisshas Prodhan. I am a student and sometimes I was writing blog. My site newsroms24.blogspot.com . If you want a professional content writer please contact me.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ad