গর্ভবতী মায়ের কিভাবে যত্ন নিবেন || গর্ভবতী স্ত্রীর কি কি কাজ করা যাবে না ||গর্ভবতী মায়ের যত্ন
গর্ভবতী স্ত্রীকে কি কি খাবার দিতে হবে
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে...
আপনার আন্তীয়-স্বজন, পাড়াপ্রতিবেশি অথবা আপনার এলাকার কোন মা/বোন/মেয়ে/স্ত্রী গর্ভবতী থাকলে তাদের স্বামী/ছেলে/বড় ভাইকে একটা বিষয় সবচেয়ে গুরুত্ব দেওয়ার জন্য বিশেষ ভাবে আহ্বান করবেন।
গর্ভবতী অবস্থায় আপনার মা/বোন/মেয়ে/স্ত্রী শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত আছে কি-নাহ নিশ্চিত করতে ২ মাস, ৪ মাস, ৬ মাস, ৮ মাস ও ১০ মাস সিজারের পূর্বে নিজ দায়িত্ব Hemoglobin point চেক-আপ করুন মাত্র ৫০ টাকার বিনিময়ে। Hemoglobin 9.1-12.1 এর ভিতরে থাকতে বুঝে নিবেন পর্যন্ত পরিমাণে রক্ত আছে। 6.1-9.1 এর ভিতরে থাকলে দ্রুত রক্ত দেওয়ার ব্যাবস্থা করুন। গার্জিয়ান সচেতন থাকলে গর্ভবতী মা সুস্থ থাকবে।
গর্ভবতী স্ত্রীকে কিভাবে খেয়াল রাখতে হবে
গর্ভবতী অবস্থায়ঃ গর্ভবতী শুরু থেকে বাচ্চা ভূমিষ্ট হওয়ার আগ পর্যন্ত আপনার মা/বোন/মেয়ে/স্ত্রীকে নিকটবর্তী গাইনী বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন।
গর্ভবতী স্ত্রীর কি কি কাজ করা যাবে না
বিশেষ বার্তাঃ নিজ দায়িত্ব আপনার রোগীর শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত আছে কি নাহ নিশ্চিত করতে Hemoglobin point চেক-আপ করুন।
জনসচেতনা_