মাথা ব্যথা কমানোর ঔষধের নাম || মাথা ব্যথা কমানোর দোয়া || মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম
মাইগ্রেন ব্যাথা কমানোর ওষুধ
যদি খুব বেশি মাথা ব্যাথা না করে তাহলে আমি বলবো ঔষুধ খাওয়া নট নিসেসারি।
যদি আসলেই খুব ব্যাথা করে তাহলে নাপা খেয়ে নিন। এক্ষেত্রে এক্সটেন্ড বা এক্সট্রা না খেয়ে আমি বলবো নরমাল যেটা সেটা খেতে। কারণ নরমাল টাই ভালো। তাই বলে যে বাকি গুলো ভালো না টা না।
ওকে এখন খুব খুব প্রচুর মাথা ব্যাথা হলে টাফনিল খেতে পারেন। ( যত কম খাবেন ততই ভালো)
প্রচন্ড মাথা ব্যথার জন্য কী ঔষধ খেতে হবে?
তবে মাইগ্রেন টাইপের ব্যাথার টাফনিল ট্যাবলেট দেয়া হয় এতটুকু জানি।
টাফনিল: এটি মাইগ্রেন আক্রমণের চিকিৎসায় সর্বাধিক ব্যবহৃত ওষুধ। টাফনিল আপনার সব রকম মাথা ব্যথার অবসান ঘটাবে। প্রতি টেবলেটে রয়েছে "টলফেনামিক এসিড ২০০ এমজি"। এটি গ্রহণের ১৫-২০ মিনিটের মধ্যে ব্যাথার পরিমান অর্ধেকে নামিয়ে নিয়ে আসে। ৩০ বা ৪৫ মিনিট পর ব্যাথা ৯০ শতাংশ কমিয়ে আনবে। শুধু মাথা না, শরীর ব্যাথা, দূর্বলতা ও বমিভাব কমিয়ে আনবে। এটি খুব হাই ডোজের ওষুধ তাই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিৎ না। এতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে যেমন, পেটে ব্যথা, মুখ প্রদাহ, বদহজম ইত্যাদি। এলার্জি আছে এমন রোগী, গর্ভাবস্থায়, অস্ত্রপচারের আগে খাওয়া উচিত নয়।
মাথা ব্যথার দোয়া
আপনার যদি মাথা ব্যাথা টা কনটিনিউ হয় তাহলে ডক্টর দেখান। হয়ত চোখের থেকে মাথা ব্যাথা হতে পারে আবার মাইগ্রেইন এর থেকেও হতে পারে। ডক্টর দেখাবেন। ডক্টর যা বলবে ঐটা শুনবেন। আমি কোনো ডক্টর নই, আমার কথা না শুনলেও হবে।
মাথা ব্যাথার ১০টি কারণ ও প্রতিকার
১) মাইগ্রেন :
খুবই পরিচিত একটি রোগ হচ্ছে মাইগ্রেন। এটি সাধারণত বংশগত রোগ। নারীরাই বেশি মাইগ্রেন সমস্যায় ভুগেন। এই রোগটি ১৫-১৬ বছর বয়সীদের থেকে শুরু হয়ে ৪০-৫০ বছর বয়স পর্যন্ত স্থায়ী হয়।
লক্ষণ :
- মাথার যেকোনো এক পাশে ব্যাথা শুরু হলেও পরেরবার অপর পাশে ব্যাথা আরম্ভ হয়।
- ব্যাথা আনুমানিক ৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
- মাথার দুই পাশের রগগুলো টানটান করছে বলে মনে হবে।
- ব্যাথার তীব্রতা অধিক হওয়ায় কোনো কাজই ঠিকঠাক ভাবে করা সম্ভব হয়না।
- আলো বা শব্দের সময় ব্যাথার তীব্রতা বাড়তে থাকে।
- ব্যাথা শুরুর আগ মূহুর্তে চোখের সামনে আলোর নাচানাচি, আঁকাবাঁকা লাইন দেখ
মাথা ব্যথার ওষুধ সেবন উচিত কিনা?
স্যারিডন খাওয়া উচিত না মাথা ব্যথার জন্য মাথাব্যথা আরো দুটো ওষুধ আছে সেটা হচ্ছে ক্যালপল আর প্যারাসিটামল এই দুটো ওষুধ খাওয়া যেতে পারে তাও একদিন মাঝে মাঝে দু সপ্তাহে একবার ধরে নিন।যদি ঘন ঘন মাথা ব্যাথা হয় তাহলে নিশ্চয়ই ডক্টরের সাহায্য নেওয়া উচিত বাজারের যতরকম মাথা ব্যথা ওষুধ আছে ওগুলো থেকে দূরে থাকাই উচিত সেগুলো শরীরের পক্ষে ক্ষতিকর
মাথা ব্যথার ঔষদের নাম
আজীবনের জন্য মাথা ব্যথা দুর করার উপায় কি?
কিভাবে মাইগ্রেন ব্যাথা দুর করা যায়
সতর্কতা: আমি কোনো ডাক্তার নয়। তাই উল্লেখিত ওষুধ সেবনের আগে ডাক্তারের পরমর্শ নিন।
Thanks for help me☺️
উত্তরমুছুন